Sexually Assaulted Incident : পার্টি করে মধ্য রাতে ফেরার পথে ধর্ষণের শিকার এক কলেজ ছাত্রী !

পিঙ্কি শর্মা : গেট টুগেদার পার্টি থেকে মাঝ রাতে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার সিটি কলেজের এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে কর্ণাটকের কোরামঙ্গলায়। জানা গিয়েছে, ধর্ষণের শিকার ১৯ বছরের এক তরুণী কোরামঙ্গলায় একটি গেট-টুগেদার পার্টিতে যায়।

A 19-year-old girl was raped on her way home
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : RG Kar : আরজি কর কান্ডে গুজব ছড়ানো এবং অশালীন মন্তব্য সমাজ মাধ্যমে, উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার এক যুবক !

সেখান থেকে একাই মাঝ রাতে হেঁটে বাড়ি ফেরার পথে হেব্বাগডিতে অচেনা এক ব্যক্তির কাছে লিফট নেন। এর পরেই ওই ব্যক্তি মাঝরাস্তায় বাইক থামিয়ে টেনে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে সেখানেই তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা ওই তরুণী দেখান থেকে কনোমতে বাড়ি ফিরে পরিবারের লোকজনকে ঘটনার কথা বলে।

আরো পড়ুন : Nandigram : চরম নক্কার জনক, নগ্ন করে হাঁটানো হল রাস্তায়, BJP’র অত্যাচারে ভুলুন্ঠিত নারী সন্মান

এর পরেই পরিবারের তরফে থানায় এবিষয়ে লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশের তরফে জানানা গিয়েছে, নির্যাতিতার মেডিক্যাল টেস্টের পাশাপাশি গোপন জবানবন্ধি নেওয়া হয়েছে। অভিযুক্তকে ধরতে ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণাটক পুলিশ।

Leave a Comment