RG Kar : আরজি কর কান্ডে গুজব ছড়ানো এবং অশালীন মন্তব্য সমাজ মাধ্যমে, উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার এক যুবক !

অনুশিবা সেন : আরজি কর কান্ডের গুজব ছড়াচ্ছে ঝড়ের গতিতে। প্রশাসন ও সরকারকে নিয়ে একাধিক অশালীন মন্তব্য করা হচ্ছে সামাজিক মাধ্যমে। এরপরেই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন, গুজব রুখতে কড়া পদক্ষেপের কথা সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

আরো পড়ুন : Nandigram : চরম নক্কার জনক, নগ্ন করে হাঁটানো হল রাস্তায়, BJP’র অত্যাচারে ভুলুন্ঠিত নারী সন্মান

উত্তরবঙ্গের আলিপুদুয়ার জেলার এক যুবক আরজি কর নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই অশালীন মন্তব্য করে বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই মন্তব্য। অশালীন মন্তব্যের পর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ওই যুবকের বিরুদ্ধে জংশন ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়।

A young man was arrested for making obscene comments on the Chief Minister on social media
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এরপরেই এই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ ২৯৪, ২৯৬ এ ,৭৯ বি.এন.জে, ৬৭ এ, আইটি অ্যাক্ট ধারা দেওয়া হয়েছে। যার মধ্যে ৬৭ এ আইটি অ্যাক্ট জামিন অযোগ্য ধারা রয়েছে।

আরো পড়ুন : নারী সুরক্ষায় আরো বড় পদক্ষেপ নবান্নের, ‘রাত্তিরের সাথী’ প্রকল্প ঘোষণা মমতা সরকারের

শনিবার যুবককে আলিপুদুয়ার জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের পুলিশ হেফাজতে দিয়েছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে নিয়ে কী ভাবে এরম কুরুচিকর মন্তব্য করা হয় তা নিয়ে নিন্দায় সরব হয়েছে বুদ্ধিজীবি মহল।

Leave a Comment