Live : ছুটির দিন রবিবার জরুরি অবস্থায় রাতেই বসল হাইকোর্ট, কোন মামলার হল শুনানি ?

তীর্থঙ্কর মুখার্জি : মামলার গুরুত্ব এতটাই ছিল যে ছুটির দিন থাকা সত্বেও রবিবার কোলকাতা হাইকোর্টে রাতেই হল মামলার শুনানি। রবিবার আদালতে মামলা এই মর্মে দায়ের হয় আজ শুনানি না হলে হলদিয়া বন্দর থেকে সোমবার ভোরে জাহাজ চলে যাবে।

আরো পড়ুন : চলবে কড়া নজরদাড়ি! ট্রাইয়ের নয়া নির্দেশে কল ড্রপ বা নেটওয়ার্ক না থাকলে গ্রাহককে দিতে হবে ক্ষতিপূরণ

রাতেই হাইকোর্টের বিচারপতি অরিন্দম মুখপাধ্যায় জাহাজটির যাওয়া বাতিল করে গ্রেপ্তারের নির্দেশ দেন। এবং নির্দেশ দিয়ে শর্ত দেন, ১২ আগস্টের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্টার জেনারেল কাছে যেন ৭ কোটি জমা রেখা হয়।

আরো পড়ুন : নিজের অবস্থানে অনড় কাড়ামন্ত্রী, ক্ষমা না চেয়ে দলের নির্দেশেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা অখিলের

তবেই এ রাজ্য ছাড়তে পারবে জাহাজটি। এদিন বিচারপতি জানিয়ে দেন ১২ আগস্ট মামলার পরবর্তী শুনানি হবে।অভিযোগ প্রায় সাড়ে ৭ কোটি টাকার খারাপ নিউজ প্রিন্ট পেপার কলকাতার একটি সংস্থাকে দিয়ে পালানোর চেষ্টায় ছিল জাহাজটি।

Leave a Comment