নিজের অবস্থানে অনড় কাড়ামন্ত্রী, ক্ষমা না চেয়ে দলের নির্দেশেই মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘোষণা অখিলের

প্রশান্ত জানা : তমলুকে দখলদার উচ্ছেদ করতে গিয়ে অখিল গিরির সাথে মহিলা বন আধিকারিক বাকযুদ্ধে জড়িয়ে পরে। প্রকাশ্যে ভিডিওতে দেখাযায় অখিল মহিলা বন আধিকারিকে ‘অভব্য আছরণে’ মুখে পড়েন। জানা গিয়েছে এই নিয়ে খোদ মুখ্যমন্ত্রী ঘনিষ্ট মহলে ক্ষোভ প্রকাশ করেন।

রবিবার বেলা আড়াইটে নাগ অখিলের কাছে সুব্রত বক্সীর ফোন যায়। অখিল জানান, মিনিট পনেরোর কথা হয়। তাকে জানানো হয় নি:শর্ত ক্ষমা চান, পদত্যাগ করুন। এর পর তিনটের মধ্যেই অখিলি গিরি ঘোষণা করে দে, সোমবারই পদত্যাগ করবেন তিনি। অখিল গিরির কথায়, আমি দলের নির্দেশ মানব। ইতিমধ্যেই আমি আমার পদত্যাগপত্র লিখে ফিলেছি।

আমি দলের বাইরে নই। দল কঠোর হলে হবে। অসহায় মানুষগুলো যাতে কনোভাবে বঞ্চিত না হয় তাই তাঁদের পাশে রয়েছি। এদিন অখিল গিরি জানান, এখানে উচ্ছেদের কোনও বিষয় ছিল না। ওই মহিলা রেঞ্জার নিজের পিঠ বাঁচানোর জন্য এই কথা বলেছেন। রবিবার তিনি আবারো একবার বন দপ্তরের দুর্নীতি নিয়ে সরব হন।

পাশাপাশি তিনি বলেন, বন দপ্তরের দুর্নীতি নিয়ে এলকার মানুষই আজ সংবাদমাধ্যমকে জানিয়েছে। তবে অখিল শনিবারে তাঁর ব্যাবহার নিয়ে বলেন, কনো পরিস্থিতিতে তিনি তিনি উত্তেজিত হয়ে পড়েন। তবে পরবর্তীকালে তাঁর মনে হয় হয়তো না বললেই ভালো হত। কথা বেরয় গেলে তো আর ফেরানো যায় না।

Leave a Comment