Mamata :ঘোষণামতো গ্রুপ সি ও ডি কর্মীদের বিশেষ অনুদানের অনুমোদন মন্ত্রসভার, কত করে পাবেন চাকরিহারার ?

Mamata :ঘোষণামতো গ্রুপ সি ও ডি কর্মীদের বিশেষ অনুদানের অনুমোদন মন্ত্রসভার, কত করে পাবেন চাকরিহারার ?

Mamata

তীর্থঙ্কর মুখার্জি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের পাশে থাকার কথা জানিয়েছিল। মুখ্যমন্ত্রীর সেই পাশে থাকার বার্তাতেই সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভ।

Mamata
Mamata
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : BSF Soldier : বিএসএফ জওয়ান পূর্ণম কুমার শাকে হস্তান্তরের পর পাকিস্তানি রেঞ্জারের মুক্তি দিল ভারত

বুধবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যতদিন না আদালত চূড়ান্ত নির্দেশ দেয় ততদিন পর্যন্ত গ্রুপ সি কর্মীরা মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীরা মাসে ২০ হাজার টাকা করে অনুদান পাবে।

আরো পড়ুন : Assam TMC : অভিষেকের নেতৃত্বেই একক শক্তিতে অসমে ফুটল ঘাসফুল, পঞ্চায়েতে জিতেই টুইট সেকেন্ড ইন কমান্ডের

সরকারি সিদ্ধান্ত কার্যকর হওয়ার সাথে সাথেই অন্তত কয়েক হাজার চাকরি হারানো পরিবার কিছুটা স্বস্তি পাবে এমনটাই মনে করছে মমতা সরকার।

আরো পড়ুন : Dilip Ghosh : বিজেপি নেতা দিলীপ ঘোষের প্রথম স্ত্রীর ছেলের রহস্য মৃত্যু,শেষ যাত্রায়, পুত্র-সুখ হলনা, পুত্র-শোক হল : দিলীপ

বুধবার মন্ত্রীসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, চাকরি হারা ছেলেমেয়েরা অনেক কষ্টে আছেন। সংসার ঠিক মতো চালিয়ে উঠতে পাড়ছে না। অনেকেই বলছে আমাদের কনো দোষ ছিল না। আদালতের রায়ে তাঁদের চাকরি চলে গিয়েছে। আমরা এ ব্যাপারে রিভিউ আবেদন করেছি। আদালতের চূড়ান্ত নির্দেশের অপেক্ষায় আছি।

আরো পড়ুন : Jammu and Kashmir : জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, খতম ৩ লস্কর-ই-তৈবা সন্ত্রাসী

এদিন মমতা বলেন,আদালতের চূরান্ত রায় দান না হওয়া পর্যন্ত ‘ইন্টারিম স্কিমে এই অনুদান দেওয়া হবে চাকরিহারাদের। আর এই স্কিম রাজ্য শ্রম দপ্তরের আওতায় চলবে। পয়লা এপ্রিল থেকে এই অনুদান কার্যকর হবে।

আরো পড়ুন : At least 14 die : ভেজাল মদ খেয়ে মৃত্যু মিছিল, আশঙ্কাজনক আরো ৬, গ্রেপ্তার ৭

মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো বলেন, আদলতের চূড়ান্ত নির্দেশ না আসা পর্যন্ত এই সহয়তা জারি থাকবে। যদি কেউ মনে করেন এই অনুদান নেবো না সেটা তাঁদের নিজস্ব মতামত। রাজ্য সরকার মানবিক মানবিক দায়িত্ববোধ থেকে এই সিদ্ধান্ত নিয়েছি।

আরো পড়ুন : IPL New Schedule 25 : আইপিএল ২০২৫ এর বাকি ম্যাচের নতুন সময়সূচী ঘোষণা হল,জেনে নিন কবে কোথায় ?

পাশাপাশি এদিন তিনি জনস্বার্থ মামলা নিয়ে খানিকটা ক্ষোভ প্রকাশ করেই জানান, এখানে কথায় কথায় পিল হয়ে যায়, আর মানুষ কিল খায়। তাই আমাদের সরকার এই স্কিমটা নিতিগত ভাবে তৈরি করেছে। যাতে কারোর উপকার অন্তত করা যায়।

Mamata
Mamata

আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর

Leave a Comment