Prayagraj : মহাকুম্ভে ধনঞ্জয়,হেঁতালও নাটা মল্লিকের তর্পণ ও ন্যায় বিচার যাত্রার শুভারম্ভে ড.চন্দ্রচূড় ও তাঁর টিম
Prayagraj
মিষ্টু মুখার্জি : ভ্যালেন্টাইন্স বা প্রেম দিবসে সারা পৃথিবী যখন তাদের প্রিয়জনকে শুভেচ্ছা জানাচ্ছে, সেই দিনটিকেই বেছে নিয়ে কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর উদ্যোগে ধনঞ্জয়, হেঁতাল পারেখ ও নাটা মল্লিকের আত্মার শান্তি কামনায় প্রয়াগরাজ কুম্ভমেলার ত্রিবেণী সঙ্গমে তর্পণ করলেন ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চের সদস্যরা।
আরো পড়ুন : Valentine’s Day Horror : প্রেম প্রস্তাবে না করতেই যুবতীকে অ্যাসিড হামলা,ছুরি দিয়ে কোপ! পালাতক অভিযুক্ত

আরো পড়ুন : 1 bison died :সাতসকালে পথ দুর্ঘটনায় প্রাণ গেল বাইসনের, গুরুতর আহত চালক
এমন একটি দিনকে বাছাই করার কারণ হিসেবে মঞ্চের বক্তব্য মূলত রাজনৈতিক চক্রান্ত, বিচার ব্যবস্থার ত্রুটি এবং গরীব মানুষের প্রতি ঘৃণার কারণেই সেই সময় সিস্টেমের দ্বারা খুন হতে হয়েছে বাঁকুড়ার কুলোডিহির বাসিন্দা ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে।
On the occasion of Valentine’s Day, when the whole world is wishing their loved ones, the members of Dhananjay Chattopadhyay Case Reconsideration Forum, under the initiative of convener Dr. Chandrachur Goswami, offered prayers at the Triveni Sangam of Prayagraj Kumbh Mela for the peace of the souls of Dhananjay, Hetal Parekh and Nata Mullick
আরো পড়ুন : Manipur : জারী হল রাষ্ট্রপতি শাসন,মোদি জামানায় মনিপুরে ব্যার্থ BJP মুখ্যমন্ত্রী,অভিযোগ বিরোধীদের
At a time when the entire country is agitated over the trial of Dr. Tilottama, the Dhananjay Chattopadhyay case re-trial forum has raised its voice demanding a radical change in the judicial system
The claim of this forum is that the innocent Dhananjoy Chattopadhyay, the son of a poor priest, has been hanged to hide the real culprit in the Parekh murder case. As a result, the soul of Hathtal Parekh has not found peace even today as the real culprit has not been punished
We have already sent the copy of our deputation to Honble President of India Smt Droupadi Murmu, Honble Prime Minister Shri Narendra Modi and Honble Chief Justice of India, besides handing over the deputation to Honble Chief Minister of West Bengal Smt Mamata Banerjee, Honble Law Minister Moloy Ghatak and Honble Jail Minister Shri Chandranath Sinha, seeking re-examination of the case
Enthusiastic about our work, even the son of the late Fusure Nata Mullick has joined our platform in the hope of finding the truth. We are going to take the holy water of Kumbh from Prayagraj to the family Kali temple of Dhananjay and the temple of Maa Bansuli in Bankura and then with the blessings of Kali Thakur, we are going to start a public relations journey and mass movement by going to the President for reconsideration
আরো পড়ুন : Abhishek :নামের পাশ থেকে উধাও দলের নাম, মেটাকে আইনি নোটিস অভিষেকের !সেবাশ্রয় থেকে লাইভে সাংসদ
ডাক্তার তিলোত্তমার বিচার প্রক্রিয়া নিয়ে সারা দেশ যখন উত্তাল ঠিক সেই সময় বিচার ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবীতে আওয়াজ তুলেছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ।
এই মঞ্চের দাবী মূলত রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই বিচার ব্যবস্থার ত্রুটির সুযোগ নিয়ে হেঁতাল পারেখ খুনের মামলায় আসল অপরাধীকে আড়াল করতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে দরিদ্র পুরোহিত ঘরের সন্তান নিরপরাধ ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে। ফলে আসল অপরাধী শাস্তি না পাওয়ার ফলে হেঁতাল পারেখের আত্মা আজও শান্তি পায়নি।
আরো পড়ুন : WB Budget 25 : মমতার বাজেট হার মানাবে ১০০টি দেশের GDP-কে, বাড়ল DA, রইল পূর্ণাঙ্গ বাজেট-২৫
শুধু তাই নয়, ধনঞ্জয় আসল অপরাধী না হলে একজন নিরপরাধ ব্যক্তিকে ফাঁসি দিয়ে সিস্টেম নাটা মল্লিককেও অপরাধের ভাগী হতে বাধ্য করেছে। এই কারণেই পুনর্বিচার মঞ্চের কনভেনর ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর বক্তব্য আমরা ধনঞ্জয় চট্টোপাধ্যায়, হেঁতাল পারেখ এবং নাটা মল্লিকের বিদেহী আত্মার শান্তি কামনায় তর্পণ করার পাশাপাশি ধনঞ্জয়ের ফাঁসি মামলায় কোর্ট কেসের প্রায় সমস্ত কাগজ আমরা সংগ্রহ করেছি যা নিশ্চিত ভাবে প্রমাণ করবে ধনঞ্জয় আসলে নিরপরাধ ছিলেন।
ইতিমধ্যেই আমরা এই মামলার পুনর্বিচার চেয়ে ভারতের মাননীয়া রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ডেপুটেশন কপি পাঠানোর পাশাপাশি হাতে করে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় আইনমন্ত্রী মলয় ঘটক এবং কারামন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিনহাকে ডেপুটেশন দিয়েছি।
আরো পড়ুন : China vs USA : আমেরিকার পরামানু শক্তিচালিত ডুবোজাহাজের খেল খতম, দাবি চিনের,কী ভাবে জানাল বিজ্ঞানীরা
আমাদের কাজে উৎসাহী হয়ে প্রয়াত ফাঁসুরে নাটা মল্লিকের ছেলে পর্যন্ত আমাদের মঞ্চে যোগদান করেছেন সত্য অনুসন্ধানের আশায়। আমরা প্রয়াগরাজ থেকে কুম্ভের পবিত্র জল নিয়ে ধনঞ্জয়ের পারিবারিক কালীমন্দির এবং বাঁকুড়ায় মা বাঁশুলির মন্দিরে যাবো এবং তারপর কালী ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমরা রাষ্ট্রপতির কাছে পুনর্বিচার চেয়ে পথে নেমে জনসংযোগ যাত্রা এবং গণআন্দোলন শুরু করতে চলেছি।
আরো পড়ুন : WB-Caged killer tiger : বাঘে-মানুষের লড়াইয়ের পর অবশেষে স্বস্তি,ছাগলের টোপে খাঁচাবন্দি বাঘ
একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা গঠনের জন্য বাংলার প্রতিটি আদালতে আইনজীবী বন্ধুদের কাছে গিয়ে তাদেরকে নিজেদের আন্দোলনের সাথে যুক্ত করতে বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করেছে ধনঞ্জয় চট্টোপাধ্যায় মামলা পুনর্বিচার মঞ্চ।
আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?

