কেয়া সরকার : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিশিয়াল ফেসবুক পেজের অভিষেকের নামের পাশ থেকে উধাও তৃণমূল কংগ্রেসের নাম। সেই বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভাকাঙ্ক্ষীরা বিষয়টি প্রথমে খেয়াল করেন এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বিষয়টি জানান।
আরো পড়ুন : WB Budget 25 : মমতার বাজেট হার মানাবে ১০০টি দেশের GDP-কে, বাড়ল DA, রইল পূর্ণাঙ্গ বাজেট-২৫

Trinamool Congress name disappeared from Abhishek Banerjee’s official Facebook page. The well-wishers of Abhishek Banerjee first noticed the matter and reported it to the All India General Secretary of the Trinamool
Following the identity crisis, Trinamool All India General Secretary Abhishek Banerjee sent a legal notice to the organisation
It should be noted that when any information about a political leader or a heavyweight or a celebrity is shared on Facebook, Twitter or X handle, naturally speculation starts about it

আরো পড়ুন : China vs USA : আমেরিকার পরামানু শক্তিচালিত ডুবোজাহাজের খেল খতম, দাবি চিনের,কী ভাবে জানাল বিজ্ঞানীরা
পরিচয় বিভ্রাটের পর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংস্থাকে আইনি নোটিস পাঠান। উল্লেখ্য, রাজনৈতিক নেতা বা হেভিওয়েট বা কনো সেলেবের ফেসবুক ,টুইটার বা এক্স হ্যান্ডেলে যদি কনোও তথ্যের অদলবদল ঘটে তখন তা নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়ে যায়।
আরো পড়ুন : WB-Caged killer tiger : বাঘে-মানুষের লড়াইয়ের পর অবশেষে স্বস্তি,ছাগলের টোপে খাঁচাবন্দি বাঘ
নামের পাশ থেকে উধাও দলের নাম, মেটাকে আইনি নোটিস অভিষেকের
অভিষেকের অফিশিয়াল ফেসবুক পেজে সব সময় লেখা থাকে তিনি সাংসদ, সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস। সেই খানেই দলের যে পরিচয় তৃণমূল, সেটাই উধাও হয়ে গিয়েছে।
আরো পড়ুন : Another Fire Incident :ফের অগ্নিকান্ড, এবার তারাতলা এলকায় ভষ্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি, ঘটনাস্থলে ফিরাদ
বিষয়টি শুভান্যুধায়ীদের নজড়ে আস্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খবর দেন তাঁরা। এরপরেই পদক্ষেপ গ্রহণ করেন অভিষেক। ফেসবুক সংস্থা মেটাকে একটি আইনি নোটিস দেওয়া হয়।

আরো পড়ুন : Bankura : ‘UNWAB’-এর তরফে বাঁকুড়া জেলা ও জেলার বাইরের NGO-দের নিয়ে বিশেষ আলচোনা সভা
অবিলম্বে বিষয়টি নিয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর সেই বিষয়ে দ্রুততার সাথে পদক্ষেপ না করলে আইনি পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক।
সাতগাছিয়া সেবাশ্রয় ঘুরে দেখে সাংবাদিক বৈঠকে অভিষেক
এদিন অভিষেক তাঁর সাংসদ এলকায় চলতে থাকা সাতগাছিয়া সেবাশ্রয় ঘুরে দেখেন। এবং সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি বরাদ্দ করেছেন।
আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?
এছাড়াও আর কী কী বললেন বাংলারপূর্ণ বাজেট নিয়ে অভিষেক দেখুন সরাসরি
LIVE (লাইভ) দেখতে ক্লিক করুন – Click Here

আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর
