2 Months Salary Crisis : দু’মাস ধরে বেতন বন্ধ খোদ মুখ্যমন্ত্রীর,সাথে আরো ৮ লক্ষ্য কর্মী,সমস্যায় ডাবল ইঞ্জিন সরকার
2 Months Salary Crisis
সুনিল যাদব : বেতন পাচ্ছেন না রাজ্যের ৮ লক্ষ্য কর্মী। চরম সমস্যায় পরেছেন তাঁরা। সেটাও আবার দুই মাস ধরে। কাকে জানাবে তাঁরা অভিযো খোদ মুখ্যমন্ত্রী এবং আমলা কারোর অ্যাকেউন্টেই ঢোকেনি বেতন।
এই চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে ডবল ইনিনের সরকার বিহার রাজ্যে। সেখানে মুখ্যমন্ত্রী বিজেপির সমর্থনে বর্তমানে নীতীশ কুমার।

An extremely uncomfortable situation has been created in the state of Bihar by the government of double injin
Not only the salaries of government employees were stopped, not even a single rupee was deposited in Nitish Kumar’s account in the two months of December and January. Ministers and MLAs are also not getting salary. All government bills are pending
আরো পড়ুন : IND vs ENG Highlights: রোহিতের ঝড়ো ইনিংসে উড়ে গেল ইংল্যান্ড,সিরিজ জয় ভারতের,দেখুন হাইলাইট
Two months salary of 3 lakh regional workers, 5 lakh teachers, 50 thousand contractual workers has been completely stopped. According to the state finance department, the state government spends around Rs 6,000 crore every month to pay salaries
According to the state, all the problems are due to the new software system. On January 3, 2025, a new software called “CFMS 2.0” was introduced, but the system was stuck due to a technical glitch
However, the Deputy Chief Minister of the state and the Finance Minister of the state Samrat Chowdhury assured to solve the problem. But that too two months passed but still no problem solved
আরো পড়ুন : 31 Naxsal Dead: ছত্তিশগড়ে সকাল থেকে চলছে গুলিড় লড়াই,খতম ৩১ মাওবাদী, শহিদ ২ জাওয়ান
শুধু সরকারি কর্মিদেরই বেতন বন্ধ হয়েছে তেমনটা নয়, ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস একটা টাকাও ঢোকেনি নীতীশ কুমারের অ্যাকেউন্টে। বেতন পাচ্ছেনা মন্ত্রী-বিধায়েকরাও। বাকি রয়েছে সরকারের যাবতীয় বিল।
আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?
বেতন বন্ধ নিয়ে অর্থমন্ত্রীর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি
তবে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা রাজ্যের অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী। কিন্তু সেটাও দুই মাস পেরিয়েগিয়েছে কিন্তু এখনো কনো সমস্যার সমাধান হয়নি।

আরো পড়ুন : A terrible fire : মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাঁই বস্তির বহু ঝুপড়ি, মৃত্যু ১,আশ্রয়হীন বহু মানুষ
কী কারনে বেতন বন্ধ হয়ে গিয়েছে ?
রাজ্যের তরফে জানানো হয়েছে, নতুন সফট ওয়ার সিস্টমের জন্যি যাবতীয় সমস্যা। গত ৩ জানুয়ারি ২০২৫ -এ “সিএফএমএস ২.০” নামক নতুন একটি সফট ওয়ার আনা হয়, সেই সিস্টামে প্রযুক্তিগত ত্রুটি হওয়ায় আটকে গিয়েছে।
আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর
বেতন বাবদ রাজ্য সরকারের কত খরচ হয়ে থাকে ?
যার জেরে ৩ লাখ আঞ্চলিক কর্মী, ৫ লক্ষ শিক্ষক, ৫০ হাজার চুক্তিভিত্তিক কর্মীদের দুই মাসের বেতন পুরোপুরি বন্ধ হয়ে আছে। রাজ্যের অর্থদপ্তরের তথ্য অনুযায়ী, বেতন দেওয়ার জন্য রাজ্য সরকার প্রতি মাসে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যায় করে।
আরো পড়ুন : Arrest with firearms 3 : যোগী রাজ্যের ৩ ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-গুলি সহ গ্রেপ্তার করল কলকাতা পুলিশ!

