Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?
Arrested 1 main accused
তীর্থঙ্কর মুখার্জি : রাতে বোনের সাথে ঝগড়া করে বেরনো নাবালিকার ধর্ষণ-খুনের মুল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর থানার পুলিশ। খুব দ্রুততার সাথে নারকীয় ঘটনার সাথে যুক্ত অভিযুক্তকে পাকরাও করেছে পুলিশ। এই ঘটনায় আরও কারোর মদত রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
Table of Contents
বৃহস্পতিবার রাতে দুই বীনের মধ্যে ঝামেলার পর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায় নির্যাতিতা নাবালিকা। এরপরেই শুক্রবার সকালে নিউটাউনের লোহার ব্রীজের কাছে একটি ঝোপ থেকে উদ্ধার ওই নাবালিকার অর্ধনগ্ন মৃত দেহ। সকালে নিউটাউন থানায় মেয়ের খোঁজে লিখিত অভিযোগ জানায় পরিবার।

আরো পড়ুন : A terrible fire : মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাঁই বস্তির বহু ঝুপড়ি, মৃত্যু ১,আশ্রয়হীন বহু মানুষ
Bidhannagar police arrested the main accused in the case of murder and rape of Newton minor on the basis of CC footage
The accused Toto driver has confessed to his crime to the police
He forcibly took the girl to the forest near the iron bridge and raped the minor. The accused Toto driver did not stop there. The minor was killed after being raped to destroy the evidence
আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর
সেই ধর্ষণ ও খুনের কিনারা করতে তদন্তে নামে পুলিশের বিশেষ দল। অভিযুক্তকে ধরতে একমাত্র মাধ্যম ছিল সিসি ক্যামেরার ফুটেজ। তবে ফুটেজ দেখে অভিযুক্তকে সনাক্ত করা এবং গ্রেপ্তারের কাজটা অনেকটাই চ্যালেঞ্জের ছিল।
অবশেষে সিসি ফুটেজ ক্যামেরার ফুটেজ দেখে নিউটাউন সিটি স্কোয়ার ব্রীজের নিচে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পরে নাবালিকাকে টোটো করে নিয়ে যাওয়ার ছবি। অভিযুক্ত টোটো চালকের ছবি ও টোটোর সিসি ক্যামেরার ছবি এলকার সমস্ত টোটো চালকেকে দেখিয়ে অবশেষে সন্ধান পায় পুলিশ।
আরো পড়ুন : Arrest with firearms 3 : যোগী রাজ্যের ৩ ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-গুলি সহ গ্রেপ্তার করল কলকাতা পুলিশ!
শনিবার, পুলিশ পুলিশ ২২ বছর বয়সী টোটো চালক সৌমিত্র রায়কে এই ঘটনার জন্য দায়ের করা পকসো আইনের মামলায় গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই পুলিশি জেরায় ধর্ষণের অভিযোগ সিকার করেছে ওই অভিযুক্ত টোটো চালক। বৃহস্পতিবার, জগৎপুর ৭ নম্বর এলকা থেকে গৌরাঙ্গ নগড় যাবে বলে টোটোতে চাপেন ওই নাবালিকা।

আরো পড়ুন : Delhi Election Result 25 LIVE : দিল্লির দিলে কে? চলছে ভোট গনণা কে এগিয়ে কে পিছিয়ে? এক ক্লিকেই জেনে নিন
এলকার পরিচিত টোটো চালক সেই কারনে অন্যান্য যাত্রীরদের সাথে পেছনের সিটে না বসিয়ে সামনে সিটে তাঁর পাশে বসিয়েই রওনা হয় টোটো চালক।
টোটোয় অন্যান্য যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পর নিউটাউনে লোহা ব্রিজের কাছে ওই নাবালিকাকে নিয়ে যায় অভিযুক্ত টোটো চালক।
আরো পড়ুন : Abhishek : অর্থমন্ত্রীর বাজেটের বিরুদ্ধে সংসদে অভিষেক !গড়িবের থেকে নিয়ে ধনীর ট্যাক ভরাচ্ছে বিজেপি
লোহার ব্রিজের পাশেই জঙ্গল ঘেরা এলকায় জোর করে তুলে নিয়ে গিয়ে ওই নাবালিকাকে ধর্ষণ করে। সেখানেই থেমে থাকেনি অভিযুক্ত টোটো চালক। প্রমান লোপাট করতে ধর্ষণের পর খুন করে ওই নাবালিকাকে।

আরো পড়ুন : Death by explosion 4 : বিস্ফোরণে উড়ল বাড়ি, কারখানা থেকে একের পর এক দেহ উদ্ধার করছে পুলিশ
