লক্ষীশর্মা : সোশ্যাল মিডিয়ায় প্রেমালাপ নতুন কিছু নয়। কিন্তু এই প্রেমের প্রেমের পরিনতি হল শ্রীঘর। জানা গিয়েছে ইনস্টাগ্রামে প্রথম আলাপ এক ১৪ বছরে নাবালিকার সাথে এক ২০ বছরের তরুণের। সেখান থেকেই শুরু হয় প্রেম। ওই প্রেমিকের বাড়ি কলকাতার নিউ মার্কেট এলকায়। এবং ওই নাবালিকার মালদার বাসিন্দা। কিন্তু দাদু ও মাসির বাড়ি বংশীহাড়ী থানা এলকায়।
আরো পড়ুন : RG Kar : আরজি কর কান্ডে গুজব ছড়ানো এবং অশালীন মন্তব্য সমাজ মাধ্যমে, উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার এক যুবক !
ওই নাবালিকা বংশীহারী মামা বেড়াতে ঘুরতে আসে। সেই খবর পেয়ে গত শুক্রবার অর্থাৎ স্বাধীনতাদীবসের পরের দিন প্রেমিক কলকাতা থেকে বংশীহারী পৌঁছে যায়। এরপর বিকেলের দিকে দুজনে রশিদপুরে দেখা করে। রাস্তার ধারে দুজনেই কথা বলাকালীন কথকাটাকাটি শুরু হয়ে যায়।
A 20-year-old man has been arrested for Love case with a minor girl
এতটাই তারা বাকবিতন্ডায় জড়িয়ে পরে যে স্থানীয়রা খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাঁদের দু’জনকে জিজ্ঞাসাবাদ করতেই পুলিশ কর্মীরা পুরো বিষয়টি বুঝে যায়। এরপর তাঁদের দুজনকেই থানায় নিয়ে গিয়ে খবর দেওয়া হয় নাবালিকার পরিবারকে।
আরো পড়ুন : Sexually Assaulted Incident : পার্টি করে মধ্য রাতে ফেরার পথে ধর্ষণের শিকার এক কলেজ ছাত্রী !
নাবালিকার পরিবারের লোকজন বুনিয়াদপুর থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে কলকাতার ওই তরুনকে গ্রেপ্তার করে পুলিশ। অপরদিকে শুক্রবার রাতেই ওই নাবালিকার শারীরিক পরীক্ষা করিয়ে বালুরঘাটে সিডব্লিউসির হাতে তুলে দেয়।