Abhishek : SIR নিয়ে হুঙ্কার অভিষেকের , বাংলায় একটাও নাম বাদ পড়লে ১ লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও
Abhishek
কেয়া সরকার : শুক্রবার হুঁশিয়ারি দিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, এসআইআর বা নিবিড় ভোটার সংশোধনীতে বাংলার একটি নাম বাদ গেলে ১লক্ষ মানুষ নিয়ে ঘেরাও করা হবে নির্বাচন কমিশন।

এদিন নির্বাচন কমিশনকে এক হাত নিয়ে কড়া ভাষায় অভিষেক বলেন, বিজেপি নেতাদের কথামতো চলছে নির্বাচন কমিশন। আর এই কারচুপি আমরা কনোমতেই বরদাস্ত করব না।
আরো পড়ুন : Delhi : পার্কিং বিবাদে হত্যা,দিল্লিতে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির ভাই খুন
তিনি আরো বলেন, বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই বাংলায় টেস্ট, ট্রায়াল চালিয়ে দেখেছে। প্রতিবার হেরেছে প্রতিবার মুখথুবরে পড়েছে। আর এবার “ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক কষছে। সেই কারনেই গরিবদের ভোটার নামের তালিকা থেকে নাম বাদ দিতেই বাংলায় লাঘু করতে চাইছে এসআইআর।
অভিষেক বলেন, কেন্দ্র কিছু লুকতে চাইছে সেই কারনে এসআইআর নিয়ে সরকার আলোচনা চাইছে না। ওপরদিকে রাহুল গান্ধি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে ভোট কারচুপি করতে চাইছে বিজেপি।
আরো পড়ুন : New rules for birth certificates : পশ্চিমবঙ্গে জন্ম পরিচয়পত্রে নাম সংশোধনের নতুন নিয়ম, জেনে নিন বিস্তারিত
এবার এই এসআইআর ইস্যু নিয়েই আগামী ১১ আগস্ট বিরোধীরা অর্থাৎ ইন্ডিয়া জোট নির্বাচন কমিশনের দারস্ত হবেন।

আরো পড়ুন : Instant Loan : GPay-তে এক নিমিষে ১০ হাজার থেকে ৮ লক্ষ পর্যন্ত তাৎক্ষণিক লোন পান সহজেই, কী ভাবে জেনে নিন