Siliguri-Mall elevator molestation : জন্মদিনের পার্টিতে যোগ দিতে গিয়ে লিফটে শ্লীতাহানি ওই দুই তরুণকে, প্রতিবাদ করায় দুই তরুণকে মারধর

লক্ষী শর্মা : মাটিগাড়ার একটি শপিং মলে বন্ধুর জন্মদিনের পার্টিতে যোগ দিতে গিয়ে লিফটের ভেতর শ্লীতহানির শিকার হল দুই তরুণী। বান্ধবীদের সম্ভ্রম রক্ষা করতে গিয়ে নেশাগ্রস্ত যুবকদের হাতে মার খেতে হয় দুই তররুণদের। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার মধ্যরাতে।

আরো পড়ুন : RG Kar : শুরু হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট, উকি মেরেছিলেন, ঢোকেনি সেমিনার রুমে দাবি অভিযুক্তর

জানাগিয়ে ওই দুই তরুণকে এতোটাই মারধর করেছে যে একজনের চোখ ক্ষতিগ্রস্ত হয়ে শিলিগুড়ির একটি নার্সিংহোমে চিকাৎসাধীন। আরেকজনের বাঁ পায়ের লিগামেন্ট ছিড়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দুই বান্ধবী সহ কয়েকজন তরুণ মাটিগাড়ার একটি শপিংমলের একটি পাবে বন্ধুর জন্মদিনে যোগ দিতে যাচ্ছিলেন।

Molested in an elevator at a shopping mall in Siliguri while going to a birthday party
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

লিফটের তিনতলায় যাওয়ার জন্য তাঁরা গ্রাউন্ড ফ্লোর থেকে লিফটে উঠতে গেলে সেই সময় লিফটে আরো কয়েকজন ঢুকে পরে। এরপর দুই তরুণীর গায়ে হাত দিতে থাকলে প্রতিবাদ করেন লিফটের বাকি বন্ধুরা। এরপরেই নেশাগ্রস্ত যুবকেরা ওই দুই তরুণকে মারধর করে।

আরো পড়ুন : Siliguri: ব্রাউন সুগার থেকে মদ বিভিন্ন নিষিদ্ধ মাদকের শিলিগুড়ির বুকে ৬টি হটস্পট! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

এরপরেই মাটিগাড়া থানায় মোট ১৯ জন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত দলটি রাত হলেই শপিং মল সংলগ্ন এলকায় দাদাগিড়ি চালায়। এই কথা স্বীকার করে নিয়েছেন চাঁদমণি উত্তরায়ন ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক।

Leave a Comment