RG Kar : শুরু হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট, উকি মেরেছিলেন, ঢোকেনি সেমিনার রুমে দাবি অভিযুক্তর

তীর্থঙ্কর মুখার্জি : ঢোকেনি সেমিনার রুমে, উকি মেরে নাকি দেখেছিলেন, আদৌ কী সত্যি বলছে ? সেটা জানতেই শুরু হল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট। ইতিমধ্যে সন্দীপ ঘোষ সহ মোট চারজনের পলিগ্রাফ টেস্টে শনিবারই করেছেন সিবিআই আধিকারিকরা।

The polygraph test of the accused civic volunteer has started

কিন্তু সেভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট কবে হবে সেই জল্পনার ইতি ঘটিয়ে আজ রবিবার প্রেসিডেন্সি জেলে অভিযুক্ত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট শুরু করেছে গোয়েন্দা আধিকারিকরা।

আরো পড়ুন : Siliguri: ব্রাউন সুগার থেকে মদ বিভিন্ন নিষিদ্ধ মাদকের শিলিগুড়ির বুকে ৬টি হটস্পট! গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

জেলে পলিগ্রাফ টেস্ট কতটা সম্ভব তা শনিবার গোয়েন্দা আধিকারিকরা খতিয়ে দেখে। আজ সিভিক ভলেন্টিয়ার ছাড়াও বাকি দুই চিকিৎসক এর পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে।

Leave a Comment