RG Kar Breaking : তিলোত্তমা নিয়ে বড় নির্দেশ কেন্দ্র সরকারে,সোশ্যাল মিডিয়া নিয়ে কী ঘোষনা করল প্রযুক্তি মন্ত্রকে

তীর্থঙ্কর মুখার্জি : সমস্ত সোশ্যাল মিডিয়ায় থেকে “তিলত্তমার” নাম ও ছবি-পরিচয় মুছে ফেলার কড়া নির্দেশ দিল কেন্দ্র সরকার। এই বষয়ে বুধবারই কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয় ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম, এক্স হ্যান্ডেল সহ সমস্ত সোশ্যাল মাধ্যম থেকে অবিলম্বে নির্যাতিতা চিকিৎসকের নাম,পরিচয় ও ছবি যাতে সরিয়ে ফেলা হয়।

আরো পড়ুন : major reshuffle: বড় রদবদল রাজ্য পুলিশের প্রধান মুখের, রাজভবনে মহিলা মুখ, আর কোন গুরুত্বপূর্ণ দায়ত্বে কে কে ?

এই নির্দেশ মানা হচ্ছে কি না, তথ্য প্রযুক্তি মন্ত্রকের সাইবার আইন বিভাগকে সেই বিষয়ে জানাতেও বলা হয়েছে। সুপ্রিম কোর্টের এই নির্দেশ অমান্য করলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিবাদ করতে গিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশকেই কার্যত লঙ্ঘণ করা হচ্ছে।

আরো পড়ুন : Live:Blast at Pharma company,ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ২ থেকে বেড়ে ৭ ! যখম একাধিক

প্রসঙ্গত, গত ২০ আগস্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ বিচারপতি পাদরিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের নির্দেশেও পরিষ্কার বলা হয়েছিল যে, নির্যাতিতা চিকিৎসকের নাম ,ছবি এমনকি দেহ উদ্ধারে পরের ছবি, ভিডিও-অডিও ক্লিপ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফ্রম ও ইলেকট্রনিক মিডিয়া সব যায়গা থেকে যেন মুছে ফেলা হয়।

Leave a Comment