major reshuffle: বড় রদবদল রাজ্য পুলিশের প্রধান মুখের, রাজভবনে মহিলা মুখ, আর কোন গুরুত্বপূর্ণ দায়ত্বে কে কে ?

তীর্থঙ্কর মুখার্জি : বড় রদবদল হল রাজ্য পুলিশে। রাজ্যপালের এডিসিপি পদের দায়িত্বে উল্লেখ যোগ্য ভাবে এবার মহিলা ডাব্লুবিপিএস অফিসার শান্তি দাস। এত দিন এই দায়িত্ব সামলেছেন আইপিএস মণীশ জোশী

শান্তি দাস এতোদিন রাজ্য মানবাধিকার কমিশনের অতিরিক্ত কমিশনার ছিলেন। মণীশকে বিধাননগর জোনের অতিরিক্ত ডেপুটি কমিশনার করা হল।

আরো পড়ুন : Live:Blast at Pharma company,ওষুধ কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু ২ থেকে বেড়ে ৭ ! যখম একাধিক

অপরদিকে বাড়তি দায়িত্ব পেলেন জাভেদ শামিম। তাঁকে রাজ্য গোয়েন্দা বিভাগ এবং এডিজি (নিরাপত্তা) পদের দায়িত্বের পাশাপাশি তাঁকে দুর্নীতিদমন শাখার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল। এত দিন এই পদে ছিলেন আইপিএস আর রাজাশেখরন। রাজ্যের তরফে জানানো হয় এটি একটি রুটিন বদলি।

Leave a Comment