R.G. kar Hospital : আর্জিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার অর্ধনগ্ন দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল!

কেয়া সরকার : আরজিকর হাসপাতালে উদ্ধার হল পিজি দ্বিতীয় বর্ষের ছাত্রী দেহ। এদিন প্রথম নিরাপত্তারক্ষীরাই হাসপাতালের সেমিনার হলে অর্ধনগ্ন অবস্থায় তাঁর দেহ পরে থকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে ঘটনাস্থল থেকে ওই মৃত ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Breaking : ইউটিউবের ভিডিও দেখে বোমা বানাতে গিয়ে জখম ৫ শিশু ! ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃত পোস্টগ্র‍্যাজুয়েট ছাত্রীর নাম মৌমিতা দেবনাথ। মৌমিতা গতোকাল অর্থাৎ বৃহস্পতিবার নাইট ডিউটিতে ছিল। উত্তর ২৪ পরগনার সোদপুরের বাসিন্দা। জানা গিয়েছে মৌমিতা চেস্ট মেডিসিন বিভাগের স্নাতোকত্তর দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নগরপাল বিনীত গোয়েলের পাশাপাশি ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন। পুলিশ তদন্তে নেমে জানার চেষ্টা করছে ওই ছাত্রীকে কী যৌন নিগ্রহ করে খুন করা হয়েছিল। সবদিক খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় ১১ সদস্যের তদন্ত কমিটি গড়েছে আর্জিকর কর্তৃপক্ষ।

Leave a Comment