সুনিল যাদব : শিশুদের ভেতরে যে কনো বিষয়েই কৌতহল থাকে একটু বেশি। এই কৌতহলের জেরেই গুরুতর যখম হয়ে হাসপাতালে চিকিৎসাধিন ৫ জন শিশু। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। জানা গিয়েছে এদের প্রত্যেকের বয়স ৬ থেকে ৭ বছরের মধ্যে।
আরো পড়ুন : Paris Olympics-24 Day 13 : প্যারিস অলিম্পিক্সে নীরজের হাত ধরে আবারো পদক ভারতের ঝুলিতে !
এই পাঁচজন শিশু তাঁরা ইউটিউব দেখে বোমা বানাতে ঘটল দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বিহারের মুজফরপুর জেলায়। জানা গিয়েছে ওই পাঁচ শিশু ইউটিউব দেখে বোমা বানানোর পদ্ধতি শিখে। তাঁরা দেশলাই কাঠি থেকে বারুদ ছুটিয়ে নিয়ে সেগুলিকে একটি টর্চের ভেতরে ভরে।
আরো পড়ুন : West Bengal Panchayat Recruitment 2024 : নতুন খবর! আবারো কর্মী নিয়োগ গ্রাম পঞ্চায়েতে, এখনই করুন আবেদন
এরপর ইউটিউবে থেকে দেলহা পদ্ধতি অনুযায়ী ব্যাটিরির সংযোগ দিতেই বিস্ফোরণ ঘটে। সেখানেই তাঁরা লুটিয়ে পড়ে। তরিঘরি ঘটনাস্থল থেকে ওই পাঁচ শিশুকে গয়াঘাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সীত্রে জানা গিয়েছে একজন শিশুর অবস্থা আশঙ্কা জনক। এবং বাকিদের শরীরের বেশ কিছু যায়গা পুড়ে গিয়েছে।

অপরদিকে গতোকাল জাপানে জোড়ালো ভূমিকম্পের পর আজ শুক্রবার সাতসকালে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের মাটি। দ্যা ন্যাশনাল সেন্টার ফর সিমোলজির দেওয়া তথ্য অনুসারে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৪।