Birpara : পুলিশ থেকে শিক্ষকতা, “শিক্ষারত্ন”পেলেন ঘরের ছেলে ‘বীরপাড়া হাইস্কুলের’ প্রধান শিক্ষক !

অনুশিবা সেন : পড়ুয়াদের ভবিষ্যত গড়তে অনন্য অবদানের সন্মান। ‘শিক্ষারত্ন পুরস্কার’ সেই সন্মান পেলেন বীরপাড়া হাইস্কুলের প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য। কর্মজীবনে পুলিশ সার্ভিস দিয়ে শুরু করলেও তিনি শিক্ষা প্রদানের নেশায় সেই চাকরি ছেড়ে ২০১৯ সালে দ্বিতীয় স্কুল হিসেবে বীরপাড়া হাইস্কুলে যোগদান করেন।

Jayabrata Bhattacharya, Headmaster of Birpara High School, received the ‘Shikshara Ratna Award’
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এরপর সন্মনের সাথে মাদারি হাট-বীরপাড়া সমষ্টি ব্লকের বীরপাড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ২০২২ সালে যোগ দান করেন তিনি। চা বাগান দিয়ে ঘেরা বীরপাড়া উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়ে তিনি বিদ্যালয়ের শিক্ষাঙ্গনে শিক্ষার প্রসারে সমূর্ণভাবে নিজেকে উৎসর্গ করেছে করেন।

আরো পড়ুন : student suicide : NCRB-রিপোর্টে জনসংখ্যার বৃদ্ধির হারকে ছাপিয়ে গেল ‘পড়ুয়াদের’ আত্মহত্যা, কী বলছে তথ্য ?

প্রধান শিক্ষক জয়ব্রত ভট্টাচার্য জানান, আগামীতে সুকুলের যারা সহকর্মী আছেন তাঁদের সকলকে সাথে নিয়ে আগামীতে ছাত্র-ছাত্রীদ্রর যাতে আরো বেশি করে সুযোগ সুবিধা দিয়ে আরো সুন্দর ভাবে স্কুলটিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাই আমার মুল লক্ষ্য। এদিন তিনি বলেন, যেহেতু আমি বীরপাড়ায় বড় হয়েছি তাই এই সন্মান বীরপাড়া বাসিকে উৎসর্গ করছি।

আরো পড়ুন : Financial fraud in State Bank : বিপুল আর্থিক প্রতারণা SBI-র একটি শাখাতে, ১৭৫ কোটি টাকার ঘোটালা ! আপনার অ্যাকাউন্ট নেই তো ?

পাশাপাশি কিছুটা আক্ষেপের সাথেই তিনি বলেন বর্তমানে কিছুকিছু ক্ষেত্রে শিক্ষকেরা আক্রমনের সম্মুখীন হচ্ছে সেটা সমাজের জন্য মোটেও ভালো বার্তা নয়। তবে তিনি শেষে বলেন এই সন্মান সত্যি আনন্দের বিষয়। আগামী ৫ ই সেপ্টেম্বর শিক্ষকের মহান দিবসের দিনে সন্মানিত করবেন আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী।

Leave a Comment