বিশ্বজিৎ মন্ডল : ব্যাঙ্ক ডাক্তির ঘটনায় গ্রেপ্তার হল আরো ২ দুষ্কৃতী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাজোল থানার অন্তর্গত কৃষ্ণপুর সমবায় ব্যাংক ডাকাতি ঘটনায় এখনো পর্যন্ত মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরো পড়ুন : Sim Card : সাবধান,এবার ট্রাইয়ের নতুন নিয়ম না মানলে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে সিম কার্ড ! রইল বিস্তর
শুক্রবার গভীর রাতে শেষ দুই দুষ্কৃতীকে কার্সিয়াংয়ের একটি হোমস্টে থেকে গ্রেপ্তার করে গাজল থানার পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ। তাঁরা সেখানেই গাঢাকা দিয়েছিল। ধৃত দুই দুষ্কৃতীরা হল শুভজিৎ রায় (২৩) ও মাসুম রেজা মোস্তাকিম (২৬)।

এর মধ্যে একজনের বাড়ি বামনগোলায় এবং অপরজনের বাড়ি চাঁচলে। ধৃতদের কাছথেকে উদ্ধার হয় ব্যাংক থেকে লুঠ করা ১ লক্ষ ১ হাজার ৪৭৫ টাকা। এছাড়াও উদ্ধার হয়েছে একটি একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ। পুলিশ মনে করছে ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় সম্ভবত আরো একজন অধরা রয়েছে। তার সন্ধানেও চলছে অভিযান।