Sim Card : সাবধান,এবার ট্রাইয়ের নতুন নিয়ম না মানলে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে সিম কার্ড ! রইল বিস্তর

লক্ষী শর্মা : ভুয়ো ফোন কল বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করতে চলেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই। আগামী ১ সেপ্টেম্বর থেকে চালু হতে যাওয়া ট্রাইয়ের এই নতুন নিয়ম না মানলে সিম ব্যবহারকারিকে পড়তে হবে বিপদে।

আরো পড়ুন : এবার রায়গঞ্জ,হাসপাতালের সামনেই শ্লীলতাহানির চেষ্টা মহিলা চিকিৎসকেকে,কী বললেন কো-অর্ডিনেটর অর্নব

ট্রাইয়ের এই নতুন নিয়মে জানানো হয়েছে, যদি কেউ তার মোবাইল নম্বর ব্যবহার করে কোনও টেলি মার্কেটিং বা কোনও প্রমোশনাল কল করে তাহলে সেই ফোন নম্বরকে ২ বছরের জন্য ব্ল্যাক লিস্টেড করা হবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

তাই নিজের নম্বর ব্যবহার করে কেউ প্রমোশনাল কল করলে এবার সাবধান হয়ে যান। এছাড়াও ট্রাইয়ের এই নতুন নিয়মে ফেক কলের জন্য দায় নিতে হবে টেলিকম অপারেটরকেই।

আরো পড়ুন : চোরাচালান ও অনুপ্রবেশ রুখতে ভারতের সীমান্তে বসছে স্মার্ট ফেন্সিং, কী রয়েছে এই স্মার্ট ফেন্সিং-এ ?

ট্রাই কারন হিসেবে জানিয়েছে, যেহেতু তাঁদের নেটওয়ার্ক ব্যবহার করেই কল করা হয়েছে। কনো গ্রাহক যদি কনোও ফোন কলকে ফেক কল বলে অভিযোগ করে তাহলে টেলিকম কম্পানিকেই এই বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত এনিয়ে পূর্বেই এআইয়ের সাহায্য নিয়েছে ট্রাই। মুলত ভুয়োকল বন্ধ করে গ্রাহকদের ঠকানোর হাত থেকে রক্ষা করতেই ট্রাই ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম চালু হচ্ছে।

Leave a Comment