Bangla Sahayahata Kendra Recruitment 2024: প্রচুর পরিমানে কর্মী নিয়োগ বাংলা সহায়তা কেন্দ্রে। আবেদন কিভাবে করবেন?
Bangla Sahayahata Kendra Recruitment 2024:
Bangla Sahayahata Kendra Recruitment 2024: রাজ্য সরকার সাধারণ মানুষের সুবিধার জন্য বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প চালু করেছে।তবে সেই সব জনমুখী প্রকল্পের সুবিধা লাভ করার জন্য অনলাইনে আবেদন করতে হয়। এখানে দেখার বিষয় হল এখনো অনেক গ্রাম অঞ্চলে ডিজিটাল তার ছোঁয়া পরেনি, অনলাইনে কাজকর্ম করার ক্ষেত্রে প্রান্তিক এলাকার মানুষেরা একেবারে অবগত নয়। তবে মানুষের যাতে সরকারি সুবিধা পেতে অসুবিধা না হয় সেই কারণে বাংলা সহায়তা কেন্দ্র এই রাজ্যের প্রতিটি ব্লকে খোলা হয়েছে।
Table of Contents
সাধারণ মানুষ বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে সরকারি সুযোগ-সুবিধা গুলির বিনামূল্যে লাভ ওঠাতে পারে (Bangla Sahayahata Kendra Recruitment 2024:) বাংলা সহায়তা কেন্দ্রে রাজ্য সরকার কর্মী নিয়োগ করতে চলেছে। বাংলা সহায়তা কেন্দ্র চালু হবে ১৮৩১ টি রাজ্য জুড়ে। এরমধ্যে নবান্নতে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে।
সমস্ত জেলায় অনলাইন সরঞ্জাম পৌঁছা গিয়েছে। বর্তমানে রাজ্যে সরে তিন হাজার বাংলা সহায়তা কেন্দ্রে তৈরি হয়েছে। কিন্তু রাজ্য সরকার সাধারণ মানুষকে সম্পূর্ণ পরিমানে পরিষেবা দিতে বাংলা সহায়তা কেন্দ্রের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।
বাংলা সহায়তা কেন্দ্রে আবেদন কিভাবে করতে হবে, এই প্রতিবেদনে সেই নিয়ে আলোচনা করা হল। বেতন এবং যোগ্যতা জেনে নিন

পদের নাম – বাংলা সহায়তা কেন্দ্রের কর্মী।
মোট শূন্যপদ – ১৪৩১ টি ২৮৬২ জল কর্মী নিয়োগ করা হবে নতুন বাংলা সহায়তা কেন্দ্রে। তার মধ্যে বেশি পরিমাণে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে ১৫৯ জন নিয়োগ করা হবে। তার পাশাপাশি মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বাংলা সহায়তা কেন্দ্রে চালু হবে ১০০ টারও বেশি। অন্যান্য জেলা গুলিও তালিকায় রয়েছে।
মাসিক বেতন – ১২ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে।
(Bangla Sahayahata Kendra Recruitment 2024:)
শিক্ষাগত যোগ্যতা – আবেদনকারী কে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করেতে হবে বাংলা সহায়তা কেন্দ্রিক কর্মী হিসেবে চাকরি করতে হলে।
নিয়োগের নিয়মাবলী – চাকরি প্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা তারপর কম্পিউটার টেস্ট দিতে হবে। লাস্টে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। কোন কোন ক্ষেত্রে ইন্টারভিউ দিয়েও বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করা হয়। ওয়েবেল টেকনোলজি লিমিটেড নিয়োগের দায়িত্বে রয়েছে।
আবেদনের প্রক্রিয়া – আবেদন করতে হবে অনলাইনে। চাকরিপ্রার্থীদের প্রথমে ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন চালাতে হবে। আবেদন এখনো শুরু হয়নি। অতি শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। এই প্রতিবেদন উপলক্ষে সমস্ত তথ্য ওয়েবসাইটের সূত্রে প্রাপ্ত।
আরও পড়ুন- তিন দিনের মাথায় একই এলকা থেকে ফের উদ্ধার ২৮ লক্ষ্য টাকার ব্রাউন সুগার ! আটক এক পাচারকারী