বিশ্বজিৎ মন্ডল : ফের বড় সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার ভোররাতে বালিয়াডাঙ্গা গোলাপগঞ্জ রাজ্য সড়কের চাতরা এলকায় অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ।
ধৃতের নাম ধনঞ্জয় ভগত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে ২৮১ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য আনুমানিক ২৮ লক্ষ টাকা। মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, ২৮১ গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আরো পড়ুন : August Rashifol 2024: খুব শীঘ্রই ভাগ্য বদলাবে ৪ টি রাশির, সাথে খারাপ সময় সঙ্গী হবে এই ৮ টি রাশির!
ধৃতের বিরুদ্ধে কালিয়াচক থানায় এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে বুধবার ১৪ দিনের পুলিশ হেপাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়। কিছুদিন ধরে এই চাতরা এলকায় ব্রাউন সুগার পাচারের করিডরে পরিণত হয়েছে।