স্পোর্টস ডেস্ক : সোনার ছেলের হাত ধরে ভারতে সোনার পদক জয়ের স্বপ্ন শেষ হল ভারতের। বৃহস্পতিবার নিরজ এবং আরশাদ দু’জনেই প্রথম থ্রোয়ে ফাউল করে বসেন। এরপর দ্বিতীয় থ্রোয়ে ৮৯.৪৫ মিটার জ্যাভলিন ছুড়ে ভারতের হয়ে রুপো জিতলেন নীরজ চোপড়া ( Neeraj Chopra)।
৯২.৭ মিটার ছুড়ে অলেম্পিকে রেকর্ড করেই সোনা জিতলেন পাকিস্থানের নাদিম। কিন্তু এবারের অলিম্পিকের যোগ্যতা অর্জন পর্বেও নীরজ সকলের থেকে বেশি দুরত্বে ছুড়েছিলেন। কিন্তু ফাইনালে গিয়ে রুপোতেই থামতে হলে তাঁকে এবার।

ভারতের হয়ে এবার প্যারিস অলিম্পিক্সে অংশ গ্রহণ করেছিলেন মোয় ১১৭ জন অ্যাথলিট। এবারো দেশের হয়ে নীরজের উপরেই ছিল সোনা জয়ের স্বপ্ন সব চাইতে বেশি।
