আরো পড়ুন : কয়েক ঘন্টার বৃষ্টিতে বেহাল অবস্থায় মোদীর নয়া সংসদ ভবন, ছাদ ফুটো হয়ে জল পরে ভাসল ভবন
অনুশিবা সেন : রবিবার আজ চৌঠা আগস্ট দুপুর ১২ টা থেকে শুরু হবে জিএনএম নার্সিং মেইন পরীক্ষা। পরীক্ষা শেষ হবে ১.৩০-এ। এবার লক্ষাধিক ছাত্রী পরীক্ষায় নিজেদেরকে যোগ্য প্রমাণ করে সরকারি মেডিকেল কলেজগুলিতে নার্সিং পড়ার সুযোগ পাবে।

পরীক্ষ কেন্দ্রে যাওয়ার আগে যা খেয়াল রাখতে হবে পরীক্ষার্থীদের তা হল, প্রথমে সঙ্গে নিতে হবে এডমিট কার্ড, আইডেন্টিটি কার্ড অর্থাৎ আধার কার্ড, রঙিন পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাওয়া বাধ্যতামূলক। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে প্রথমে এডমিট ভেরিফিকেসশন এবং চেকিং করেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সুযোগ পাবে।
আরো পড়ুন : মেঘভাঙা বৃষ্টি ও ধসে বিপর্যস্ত উত্তরাখন্ড ও হমাচল, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩
অবশ্যই সময়ের এক ঘন্টা আগেই পরীক্ষার্থীদের এক্সাম সেন্টারে রিপোর্টিং করতে হবে। উল্লেখ্য, বিশেষ কারণে পশ্চিমবঙ্গের জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রথম পরীক্ষা বাতিল করে রিডিউল করেছিল, প্রায় ২১ দিন বাদে হতে চলেছে পরীক্ষা। বিস্তারিত জানতে https://wbjeeb.in/anm-gnm/ অফিসয়াল ওয়েবসাইটে ক্লিক করে জেনে নিনি বিস্তারিত।
