পিঙ্কি শর্মা : মোদীর হাজার কোটি ব্যায়ে তৈরি নয়া সংসদ ভবনের এ কী হাল ? উদ্বোধনের ১৪ মাসও হয়নি সম্পন্ন হয়নি এর মাঝেই বুধবার সন্ধ্যার পর কয়েক ঘন্টার বৃষ্টিতেই নতুন সংসদ ভবনের ছাদ থেকে অঝরে জল পড়ে ভেসে গেল করিডরের ফ্লোর। ৯৭১ কোটি টাকা ব্যায়ে তৈরি মোদীর সংসদ ভবনের এতটাই বেহাল অবস্থা যে শতছিদ্র টালিচালার বাড়ির মতো বালতি রেখে ধরতে হল সেই জল।
আরো পড়ুন : মোদী সরকারের রোষনজরে এবার আমজনতা ! নয়া আইনে খোয়াতে বসেছে সোশ্যাল মিডিয়ার সাধিনতা
সেও বেশিক্ষণ নয়। বারবার উপচে গেল বালতিও। ব্রিটিশ আমলের ব্যাবহৃত নাম কিংসওয়ে স্বাধীনতার পর তার নাম হয়েছিল রাজপথ। সেই নামে ছিল মোদীর নাপসন্দ মোদীর। এরপর তিনি রাজপথের নাম বদলে নাম করন হয় কর্তব্যপথ। বুধবারের কয়েক ঘন্টার বৃষ্টিতে সেই কর্তব্যপথও পরিণত হয়ে যায় জলশয়। বেসমেন্ট পার্কিং বদলে রুপ ধারন করে ছোটখাটো পুকুরে।
বৃহস্পতিবার মহাজোটের ‘ইন্ডিয়া’ দাবি করেছে, পুরনো পার্লামেন্ট বিল্ডিং নিরাপদ এবং ভালো ছিল। যে ভাবে হাজার কোটি টাকার নতুন সংসদ ভবনের ছাদ ফুটো হয়ে জল পড়ছে, তাতে আরো বড় বিপদ ঘটতে পারে। বিরোধী মহাজোটের জোটের অখিলেশ যাদব বলেছেন, বুধবার সংসদের সাংসদ থেকে কর্মী ,সকলেই সন্ধ্যার পর বৃষ্টির থেকে বাঁচার জন্য নিরাপদে আশ্রয় নিয়েছে পুরনো সংসদ ভবনের লবি, করিডরে।
আরো পড়ুন : কেন্দ্রের কাছে স্বাথ্য খাতে বকেয়া টাকা চেয়ে নবান্নের একাধিক চিঠি, অবশেষে কত মঞ্জুর করল কেন্দ্র ?
নতুন ভবনের সেসবের বালাই নেই। আসলে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকেই দেখা গিয়েছে, তিনি যতটা উন্নয়নপন্থী ,তার থেকে বেশি বদলপন্থী তিনি। উল্লেখ্য মোদী সরকারের হাত ধরে উদ্বোধনের ১৮ মাসের ভেতরেই ৭৫০ কোটি টাকা দিয়ে নির্মিত প্রগতি ময়দান টানেলে পাইপলাইন লিক করেছে, কংক্রিটে ফাটল ধরেছে এবং অল্প বৃষ্টি মানেই ওই সুরঙ্গপথের একাংশ জলমগ্ন। অপরদিকে পাঁচ মাসের মধ্যেই ১৮০০ কোটির অযোধ্যায় রামমন্দিরের ছাদে ফাটল ধরেছিল।
