লক্ষী শর্মা : গত তিন মাসে শুধুমাত্র রাঙ্গাপানির নুমালিগড় রিফাইনারি কেন্দ্রের কাছে তিনবার লাইনচ্যুত হয়েছে তেলবোঝাই ট্যাংকার। এনজিপি থেকে আড়াই কিলোমিটার দুরে সাহুডাঙ্গির কাছে একই লাইনে চলে এল দুটি ট্রেন। দাঁড়িয়ে থাকা তেলের ট্যাংকার পেছনে চলে আসে দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। তেলের ট্যাংকারের গার্ডের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় রাজধানী এক্সপ্রেস।
আরো পড়ুন : Sexually Assaulted Incident : পার্টি করে মধ্য রাতে ফেরার পথে ধর্ষণের শিকার এক কলেজ ছাত্রী !
ঘটনার পর রাজধানীর যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পরে। সিগনাল বিভ্রাটের জন্য এমনটা হয়েছে বলে সূত্রে খবর। রাজধানীর যাত্রীরা এক যাত্রী বলেন, আচমকাই একটা বিরাট ঝাঁকুনি দিয়ে ট্রেন থেমে যায়। গেটের বাইরে বেরিয়ে দেখি আমাদের রাজধানীর সামনে একটি তেলের ট্যাংকার দাঁড়িয়ে। তেলের ট্যাংকারের গার্ড লাল ঝান্ডা দেখাচ্ছে।

গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল। বারবার দুর্ঘটনা ঘটলেও কনোপ্রকার হেলদোল নেই উত্তর-পূর্ব সীমান্ত রেলের। তদন্ত রিপোর্টে জানা গিয়েছে উত্তর-পূর্ব রেলের মালিগাঁও সেকশনে অন্তত ২৫০ ওয়াকিটকির ঘাটতি রয়েছে। প্রতিবারই তদন্তের পর পর্যাপ্ত কর্মীর অভাব ও রক্ষণাবেক্ষণের অভাবের বিষয়টি উঠে আসছে।
আরো পড়ুন : ফুটবল সমর্থকদের দাবি ছিল RG Kar-কান্ডের সুবিচার! মিছিলে মিশে ছিল দুষ্কৃতি, পর্দা ফাঁস করল পুলিশ
শুক্রবার রাতের দুর্ঘটনার পর প্রাথমিক রিপোর্টেও সেটাই বলা হয়েহে। এছাড়াও দেখা গিয়েছে, দীর্ঘদিনের পুরোনো ট্র্যাক, পুরনো স্লিপার, কিংবা ট্র্যাকের কাছে আগাছা রয়েছে। দীর্ঘদিন লাইন রক্ষাণাবেক্ষণ হয় না বলেও উল্লেখ করা হয়েছে রিপোর্টগুলিতে।