অনুশিবা সেন : চোরাচালান ও অনুপ্রবেশ রুখতে ভারত-পাকিস্থান সীমান্তের পর এবার শুরু হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন স্মার্ট ফেন্সিং প্রতিস্থাপনের কাজ। কেন্দ্রীয় পূর্ত মন্ত্রক এই স্মার্ট ফেন্সিং প্রতিস্থাপনের কাজ করছে।
আরো পড়ুন : J&K : ফের সেনা-জঙ্গি সংঘর্ষ, জঙ্গিরা সেনাদের লক্ষ করে এলোপাথাড়ি গুলি চালায়! শহিদ ২ জাওয়ান ,আহত ৩
এই মুহুর্তে জলপাইগুড়ি দক্ষিণ বেরুবাড়ি ভারত-বাংলাদেশ সীমান্তে পুরনো কাঁটাতারের বেড়া তুলে স্মার্ট ফেন্সিং বসানোর কাজ জোর কদমেই শুরু হয়েছে। কারন এই মুহুর্তে ওপারের বাংলাদেশে রয়েছে অস্থির পরিস্থিতি তাই তরিঘরি এই কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

BSF Installs Beehives To Smart Fencing to Combat Catteld Smuggling
পুরনো কাঁটাতারের পরিবর্তে স্মার্ট ফেন্সিং-এ এমন কী অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে ? জেনে নেওয়া যাক
অত্যাধুনিক এই ফেন্সিং মালটিপারপাস উদ্দেশ্য সাধন করে। পুরনো কাঁটাতারের মতো এই স্মার্ট ফেন্সিং সহজে কাটা যাবে না। এছাড়াও এই স্মার্ট ফেন্সিং একদিকে যেমন অনেকটাই উঁচু পাস্পাশি ফেন্সিংয়ের ঘনত্ব অনেকটাই বেশি। সেই কারনে মানুষ তো দুরস্ত কনী ছটো পোকামাকড়ও প্রবেশ করতে পারবে না।
আরো পড়ুন : দুর্নীতি রোধে এবার খড়গহস্ত অভিষেক ! কী কী অভিযোগ করা যাবে হোয়াটসঅ্যাপ চ্যানেলে,জেনে নিন
এছাড়াও স্মার্ট ফেন্সিংয়ের সঙ্গে সোলার এলডি লাইট ,ওয়েদার সেন্সার ,কম্পনের অনুভূতি বোঝার জন্য সেন্সার, রাতের অন্ধকারে ছবি তোলার জন্য থার্মাল ক্যামেরার,সিসি ক্যামেরা থাকছে। কনো অনুপ্রবেশকারী যদি ফেন্সিং কাটার চেষ্টা বা অনধিকার প্রবেশের চেষ্টা করে ততখনাত সেন্সার থেকে বার্তা পৌঁছে যাবে বিএসএফের কাছে।