২৬-এর বিধাসভা ভোটের আগে কোন দুই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে অভিষেক ?

তীর্থঙ্কর মুখার্জি : সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তৃণমূলের বিশাল জয়ের মধ্যেও শহরাঞ্চলের পুর এলকায় উল্লেখজনক দুর্বলতা প্রকট পেয়েছে। সেই কারনেই দলে রদবদলের প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রশাসনিকস্তরে কাজের গতি ফেরাতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandopadhyay) আবারও জেলা সফর শুরু করতে যাচ্ছেন।

এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Bandopadhyay) ইতিমধ্যেই কথা বলেছেন অভিষেকের সাথে। ঠিক হয়েছে, রাজ্য থেকে জেলাস্তর পর্যন্ত প্রশাসনিক দুর্বলতা, ত্রুটি, বিচ্যুতি একেবারে গোড়া থেকে উপড়ে ফেলতে অগ্রাসিন পদক্ষেপ গ্রহণ করবেন অভিষেক। পাশাপাশি দলীয়স্তরে যেসকল দুর্বলতার লক্ষণ ধরা পড়েছে, তা দূর করতে সক্রিয় হবেন অভিষেক।

আরো পড়ুন : Live : ছুটির দিন রবিবার জরুরি অবস্থায় রাতেই বসল হাইকোর্ট, কোন মামলার হল শুনানি ?

সম্ভবত উত্তরবঙ্গের জেলাগুলি দিয়েই তাঁর সফর শুরু হতে পারে। তবে আগামী সপ্তাহে তাঁর ঝাড়গ্রামে যাবার কথা রয়েছে। সূত্রের খবর, গত শুক্রবার দিল্লি থেকে ফিরে ইতিমধ্যেই অভিষেক ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে দলীয় কাজ শুরু করে দিয়েছেন। তাঁর কাছে পাঠানো দলের বিভিন্ন রিপোর্টে চোখ বুলিয়ে নিয়েছেন তিনি।

লক্ষ্য ২০২৬-এর বিধানসভা ভোট। তার আগে দলকে দু’ভাবে এগিয়ে নিয়ে যেতে চাইছেন।প্রশাসনিক ও দলীয়স্তরে দুর্বলতা কাটাতে যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা নিয়েই এবার কোমর বাঁধে নামতে চলেছেন অভিষেক।

আরো পড়ুন : চলবে কড়া নজরদাড়ি! ট্রাইয়ের নয়া নির্দেশে কল ড্রপ বা নেটওয়ার্ক না থাকলে গ্রাহককে দিতে হবে ক্ষতিপূরণ

Leave a Comment