তীর্থঙ্কর মুখার্জি : আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সুবিচারের দাবিতে রবিবার একটি শান্তিপূর্ণ মিছল করে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকেরা। সেই মিছিলের প্রতিবাদি স্লোগান ছিল “ডার্বি বাতিল করলে কর, জাস্টিস ফর আরজি কর”।

এদিন পরিস্থিতি সামাল দিতে ছত্রভঙ্গ করতে শেষমেষ পুলিশকে লাঠি চার্য করতে হয়। যুবভারতী মিছিলেই অশান্তি হতে পারে বলে আশঙ্কা করে পুলিশ এদিন আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। এরপরেই পুলিশের তরফে থেকে দাবি করা হল, দুই প্রধানের শান্তিপূর্ণ জমায়েতে যাঁরা অস্ত্র-বোমা নিয়ে অশান্তির ছক কষেছিল।
https://www.facebook.com/share/p/skcQ7W2UoDsWPfeg/?mibextid=oFDknk
আরো পড়ুন : Sexually Assaulted Incident : পার্টি করে মধ্য রাতে ফেরার পথে ধর্ষণের শিকার এক কলেজ ছাত্রী !
সেই বিষয়ে গোপন সূত্রে একটি অডিয়ো-রেকোর্ডিং পুলিশের হাতে আসে। সেই ভিডিয়োর সূত্র ধরেই পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছে বলে জানায়। ধৃতরা হল রকেশ পাল। তিনি মানিকতলার বাগমারির বাসিন্দা। এবং অপরজন হলেন শেখ শলমান। তিনি বারাকপুরের বাসিন্দা। এদিন একটি অডিয়ো প্রকাশ করে এমনই তথ্য তুলে ধরে কলকাতা পুলিশ।