মিষ্টু মুখার্জি : আরজি করের পড়ুয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যামামলার তদন্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য পোস্ট করার অভিযোগ উঠল তৃণমূলের সাংসদের বিরুদ্ধে। লালবাজার সূত্রে খবর, রবিবার বিকেল ৪ টে নাগাদ তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়কে তলব করে লালবাজার।
তবে তাঁর দাবি, পুলিশের কোনও নোটিস পাননি এখনো। আরজি কর কান্ডে শনিবার সুখেন্দুশেখ তাঁর নিজের এক্স হ্যান্ডেলে প্রশ্ন তুলে লিখেন, ১) প্রাথমিকভাবে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনাকে আত্মহত্যা বলা হল কেন ? ২) ঘটনার তিনদিন পর কেন স্নিফার ডগ দিয়ে তল্লাশি হল ? এরপরেই লালবাজার পুলিশের দাবি।
আরো পড়ুন : RG Kar : আরজি কর কান্ডে গুজব ছড়ানো এবং অশালীন মন্তব্য সমাজ মাধ্যমে, উত্তরবঙ্গ থেকে গ্রেপ্তার এক যুবক !
সাংসদের এক্স হ্যান্ডেলে করা পোস্টে দ্বিতীয় তথ্য অর্থাৎ তিনদিন পর স্নিফার ডগের প্রসঙ্গটি সম্পূর্ণ অসত্য তথ্য। কেন এমন বিভ্রান্তিকর তথ্য সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন সেটারই জবাব চাইতে রবিবার বিকেলে লালবাজারে তলব করা হয়েছে বলে খবর।
অপরদিকে সুখেন্দুশেখর রায়ের পোস্টের পরিপ্রেক্ষিতে এবার পাল্টা পোস্ট করলেন তৃণমূলের নেতা কুনাল ঘোষ। এই নিয়ে কুনাল ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে লিখেন, আমিও আরজি কর মামলায় বিচার চাই। কিন্তু পুলিশ কমিশনারকে নিয়ে করা এই মন্তব্যের তীব্র ভাষায় সমালোচনা করছি আমি।
আরো পড়ুন : Nandigram : চরম নক্কার জনক, নগ্ন করে হাঁটানো হল রাস্তায়, BJP’র অত্যাচারে ভুলুন্ঠিত নারী সন্মান
এই মামলার বিষয়ে ব্যক্তিগত ভাবে পুলিশ কমিশনার নিজের কাজ করে গিয়েছেন। এবং তদন্তকে ইতিবাচক দিকেই নিয়ে গিয়েছেন। এই ধরনের পোস্ট খুবই দুর্ভাগ্যজনক।