West Bengal Panchayat Recruitment 2024 : নতুন খবর! আবারো কর্মী নিয়োগ গ্রাম পঞ্চায়েতে, এখনই করুন আবেদন
West Bengal Panchayat Recruitment 2024 :
West Bengal Panchayat Recruitment 2024 : বর্তমানে বিশেষ খবর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা পরিষদ থেকে গ্রাম পঞ্চায়েত গুলিতে কর্মী নিয়োগের। চাকরি প্রার্থীদের জন্য এটি একটি ভালো খবর। এখানে আবেদন করতে পারে পুরুষ এবং মহিলা উভয়ই। দেখে নিন কিভাবে আবেদন করবেন এবং তার পাশাপাশি আবেদন থেকে শুরু করে নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য।
পদের নাম-
( GP Level HMO/AMO) এইচএমও / এএমও
মাসিক বেতন –
এই পদে (West Bengal Panchayat Recruitment 2024:) চাকরি প্রার্থীদের রাজ্য সরকারের পে স্কেল অনুযায়ী মাসে 16,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে।

বয়স –
এই পদে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স সীমা ৫০ এর মধ্যে থাকতে হবে। উপজাতি এবং তপশিলি জাতির পাশাপাশি তালিকা ভক্ত প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে ছাড় দেওয়া হবে।
আবেদনের নিয়ম –
এখানে(West Bengal Panchayat Recruitment 2024:) চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য ফর্ম ডাউনলোড করতে হবে এবং ফর্মটি সঠিকভাবে পরিপূর্ণ করতে হবে। তারপর এই ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নাথি দিয়ে মুখবন্ধ খামে নির্দিষ্ট ঠিকানায় জমা করলে আবেদন সম্পন্ন হবে।
আবেদন জমা করার ঠিকানা –
চাকরিপ্রার্থীদের পঞ্চায়েতে অথবা সংশ্লিষ্ট জেলার ব্লকে গিয়ে ফরমটি জমা করতে হবে।
আবেদনের শেষ তারিখ –
২৭শে আগস্ট, ২০২৪