West Bengal:এতো পরিবর্তন মোদীজির..”জয় শ্রীরাম” থেকে “জয় মা কালী”,মোদীর বক্তব্যের এক এক করে জবাব তৃণমূলের
West Bengal
এসকে মোতাহার হোসেন : শুক্রবার দুর্গাপুরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম বড় রাজনৈতিক সভা। এদিনের দুর্গাপুরের সভা থেকে বঙ্গ বিজেপির বাংলা দখলের নতুন রণকৌশলে কার্যত সিলমোহর দিলেন মোদী।

দুর্গাপুরের এদিনের সভায় বক্তব্য রাখার শুরুতে প্রধামন্ত্রীর মুখে শোনা গেলো না “রাম্নাম” স্লোগান। উল্টে শোনাগেল “জয় মা কালী”, “জয় মা দুর্গা”। ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী ভাঙা ভাঙা বাংলায় বলেন, বড় মা আমার প্রণাম নেবেন। ছোটরা ভালোবাসা, তার পরেই বলে ওঠেন “জয় মা কালী”, “জয় মা দুর্গা”।
আরো পড়ুন : Three Musketeers : এক হতে পারে বিশ্বের তিন মাথা, চমকে যাবে গোটা বিশ্ব, ভারত, রাশিয়া আর তৃতীয় দেশ চীন ?
মোদীর এদিনের ৩৫ মিনিটের বক্তব্যে তিনি বলেছেন বিকশিত বাংলা মোদীর গ্যারেন্টি। বাংলা থেকে তৃণমূল যাবে, তবেই আসল পরিবর্তন আসবে। টিএমসিকে হাটাও বাংলা বাঁচাও। তিনি বলেন, বিজেপির জন্য বাংলার অস্মিতা আছে। বাংলাকে আমরা সব প্রেরণার উৎস মনে করি।
এরপরেই তিনি তাঁর ভাসনে উল্লেখ করেন, রাজ্যের সাম্প্রতিক কালে আইনশৃঙ্খলার প্রশ্ন। তিনি আরজি কর থেকে কসবা আইন কলেজের ঘটনার কথা। এদিনের ভাসনে মোদী বলেন বাংলায় হাসপাতালও নারীদের জন্য সুরক্ষীত নয়।
আরো পড়ুন : Rajasthan : চলন্ত গাড়িতে ১১ দিন ধরে আটকে রেখে লাগাতার গণধর্ষণ, অভিযোগ ৭ জন পুরুষের বিরুদ্ধে
মোদীর এই ঝোড়ো ভষণের জবাব দিতে অবশ্য দেরি করেনি বাংলার শাসক দল তৃণমূল। মোদীর সভার শেষে সাংবাদিক সম্মেলন করেন কুণাল ঘোষ ও চন্দ্রীমা ভট্টাচার্য। মোদীকে পাল্টা বিঁধেছেন “মিথ্যাচারী” বলে।
এদিন সাংবাদিক সম্মেলনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, পরিবর্তনটা হয়েছে মোদীজির মধ্যে। “জয় শ্রীরাম” থেকে হয়ে গেল “জয় মা কালী” …এতো পরিবর্তন ? ১১ বছরের প্রধানন্ত্রীকে বদলে দিল বাংলা।
মোদীর যাবতীয় আক্রমণ সুদে আসলে ফিরাল তৃণমূল
রাজ্যের অপর মন্ত্রী চন্দ্রীমা ভট্টাচার্য বলেন, প্রধানন্ত্রী আজ তাঁর ভাষনে এক বারও জয় শ্রী রাম বলেননি। তিনি বলেন এটাও মনে রাখা দরকার, দুর্গাপুজোকে ইউনেস্কো-র স্বীকৃতি এনে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আমরা মোদীজির সেই পরিবর্তন লক্ষ করলাম। এক কথায় মোদীজির যাবতীয় আক্রমণ সুদে আসলে ফিরিয়ে দিয়েছে তৃণমূল।
আরো পড়ুন : Road Accident : ভয়াবহ পথ দুর্ঘটনা, সেতুর কাছে খাদে পড়ে গেল জিপ, ঘটনাস্থলেই মৃত্যু ৮ জনের
তৃণমূলের কটাক্ষ, তৃণমূলে থাকার সময়ে তাঁদের বিরুদ্ধে বিজেপি দুর্নীতির অভিযোগ তুলতো, আজ তাঁরাই প্রধানমন্ত্রীর পাশে। যাঁরা তৃণমূল থেকে বেরিয়ে গিয়েছেন, তাঁরাই এখন BJP-র মুখ। আর সেই লোকজনের হাত ধরেই নাকি আপনি “পরিবর্তন” আনবেন ? যাঁরা নিজের দলের প্রতি বিশ্বস্ত নয়, তাঁরা জনগণের প্রতি বিশ্বস্ত থাকবে কী ভাবে ?
আরো পড়ুন : Bangladesh : বাংলাদেশ হিন্দু ব্যবসায়ীকে পিটিয়ে-থেঁথলে খুনের পর মৃতদেহের উপরে নাচল হামলাকারিরা, গ্রেপ্তার ৭
প্রধানমন্ত্রী যে ভাবে আরজি কর ,কসবার ঘটনার প্রসঙ্গ তুলে বাংলায় মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন, তাঁর জবাবে বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ টেনে রাজ্যের মন্ত্রী শশী পাঁজা বলেন, মহিলাদের প্রতি সহানুভূতীর কথা বলছেন ? তাহলে উড়িশার সেই মেয়েটির কথা বললেন না কেনো, যিনি আগুনে পুড়ে মারা গেলেন ? কলকাতায় ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত ধরা পড়ে, কিন্তু উড়িশ্যায় এখনো কিছুই হয়নি। এছাড়াও সমাজ মাধ্যমেও মোদীর বক্তব্যের, বিরোধীতায়ায় সরব হয়েছে তৃণমূল।

আরো পড়ুন : Recharge Plan Hike : ভারতে মোবাইল ব্যবহারকারীদের জন্য দু:সংবাদ, এক ধাক্কায় বাড়ছে রিচার্জ অনেকটাই, জেনে নিন