Weather Breaking: এখনই কী বৃষ্টি থেকে মিলছে না রেহাই ? নতুন সপ্তাহে সাগরে নিম্নচাপ তৈরির শঙ্কা, কতটা বৃষ্টি উত্তর ও দক্ষিণে

Weather Breaking: এখনই কী বৃষ্টি থেকে মিলছে না রেহাই ? নতুন সপ্তাহে সাগরে নিম্নচাপ তৈরির শঙ্কা, কতটা বৃষ্টি উত্তর ও দক্ষিণে

Weather Breaking

মুনাই ঘোষ : এখনই বৃষ্টি থেকে রেহাই মিলছে না বঙ্গবাসীর। জেলায় জেলায় দূর্যগের শঙ্কা। কারন নতুন সপ্তাহে সাগরে নিম্নচাপ তৈরির শঙ্কা। হাওয়া অফিসের মতে বৃষ্টিতে ভিজবে দুই বঙ্গ।

আরো পড়ুন : Train Accident: ফের ট্রেন দুর্ঘটনা,লাইনচ্যুত একাধিক বগি, বাতিল একাধিক ট্রেন, বাতিল হাওয়া ট্রেন গুলি হল…

Weather Breaking
Weather Breaking
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা পাটনা, বাঁকুড়া এবং দীঘার উপর দিয়ে পূর্ব ও দক্ষীণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরেই রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আরো পড়ুন : Jammu and Kashmir Live : রাতভর মুহুর্মুহু গুলির লড়াই,২ সেনা নিহত…এখনও সংঘর্ষ চলছে

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও আংশিক মেঘলা আকাশ থাকায় আর্দ্রতাজনিত অস্বাতিকর গরম বজায় থাকবে।

আরো পড়ুন : RG Kar : শান্তিপূর্ণ ‘আরজি কর’ বিক্ষোভে কোনও আপত্তি নেই, কিন্তু ..আইনশৃঙ্খলা ভঙ্গে কী হুঁশিয়ারি প্রশাসনের ?

দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টি থাকবে ?

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের কয়েকটি এলকায় সোমবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে। এছাড়াও মঙ্গল ও বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে।

আরো পড়ুন : Abhishek : SIR নিয়ে হুঙ্কার অভিষেকের , বাংলায় একটাও নাম বাদ পড়লে ১ লক্ষ লোক নিয়ে কমিশন ঘেরাও

উত্তরবঙ্গে কোথায় কতটা বৃষ্টি থাকবে ?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রবিবার (১০.০৮.২৫) উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং , কালিম্পং ও কোচবিহারের এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা।

আরো পড়ুন : INDIA-US Tariff Tension: ট্রাম্পের ৫০% শুল্ক আরোপের পর ভারত থেকে পণ্য ক্রয় বন্ধ করে দিল ওয়ালমার্ট, অ্যামাজন

সোমবার কোচবিহার ও উত্তর দিনাজপুরে এক-দু’জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং , কালিম্পং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে।

Weather Breaking
Weather Breaking

আরো পড়ুন : Instant Loan : GPay-তে এক নিমিষে ১০ হাজার থেকে ৮ লক্ষ পর্যন্ত তাৎক্ষণিক লোন পান সহজেই, কী ভাবে জেনে নিন

Leave a Comment