Weather Breaking : দুই বঙ্গেই আপাতত থামছে না বৃষ্টি, দক্ষিণে একাধিক জেলায় হলুদ সতর্কতা, উত্তরের কোথায় কতটা বৃষ্টি ?
Weather Breaking
লক্ষী শর্মা : আগামী পাঁচ দিন পশ্চিবঙ্গের কম বেশি প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আপাতত বঙ্গ থেকে নিম্নচাপ ঝাড়খন্ডের দিকে সরে গিয়েছে। তবে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি অক্ষরেখা দিঘা হয়ে দক্ষিণ-পুর্বদিক পর্যন্ত বিস্তৃত রয়েছে। যার জেরেই বাংলা জুড়ে বৃষ্টির এই পূর্বাভাস।
জুনে উত্তরবঙ্গে বৃষ্টির ঘাটতি
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে মালদা জেলা বাদ দিয়ে বৃষ্টির কিছুটা ঘাটতি রয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে
চলতি জুলাই মাসে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। বুধবার কোচবিহার, আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।
আরো পড়ুন : DGP : শুধু কলকাতা নয়, বিজেপি শাসিত এই রাজ্যে প্রতিদিন ২০টি করে ধর্ষণের মামল,DGP কাকে দায়ী করলেন
শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। শনিবার কালিম্পং , দার্জিলিং , জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওয়া অফিসের। তবে রবি ও সোমবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমান কমবে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন : Udisha : পুরী জগন্নাথের রথযাত্রায় পদদলিত, ঘটনাস্থলেই মৃত্যু ৩ জনের, আহত আরো অনেকে

জুন মাসে দক্ষিণে বৃষ্টির ঘাটতি নেই
জুন মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি বৃষ্টি হয়েছে বাঁকুড়া এবং পুরিলিয়া এই দুই জেলায়। এছাড়াও জুন মাসে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম ও পূর্ব বর্ধমান জেলাতে। এছাড়াও স্বাভাবিক বৃষ্টি হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং পশ্চিম বর্ধমমান জেলাতে। এমনটাই জানিয়েছে আলিপুর হাওয়া দপ্তর।
আরো পড়ুন : Udisha : উড়িশায় গয়নার দোকান থেকে সোনা চুরি, গ্রেপ্তার বাংলায় বিজেপি যুবনেতা
দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস কী জানাচ্ছে হাওয়া অফিস
বুধবার সকাল পর্যন্ত পুরুলিয়া ও ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এছাড়াও উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে দমকা ঝড়ো বাতাস, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ- হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা।
আরো পড়ুন : Arrest 1 :পুজো দিতে গিয়ে এক নাবালিকা ধর্ষণের সিকার, অভিযোগের পর গ্রেপ্তার পুরোহিত
পাশাপাশ হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূম ,দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমমান জেলাতে। এছাড়াও শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলা ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে ।
আরো পড়ুন : WB DA Breaking : শেষ ছয় সপ্তাহের সময়সীমা, ২৫ শতাংশ DA পরিশোধের জন্য সুপ্রিম কোর্টে কী জানাল রাজ্য
শনিবার দক্ষিণবঙ্গের ৪ জেলা হলুদ সতর্কতা জারি করে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে আলিপুর হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। শনিবার মুর্শিদাবাদ , নদিয়া ,হুগলি পূর্ব ও পশ্চিম বর্ধমমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা , বীরভূম ও হুগলি জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে বৃষ্টির পরিমান কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আরো পড়ুন : Nitin Gadkari : দু-চাকার গাড়ি কি শীঘ্রই FASTag-এর মাধ্যমে টোল দেবে? নীতিন গডকরি বিষয়টি নিয়ে কী জানালেন