Weather Breaking : চলতি সপ্তাহে বাংলা জুড়ে ঝড়বৃষ্টি, আজ উত্তরবঙ্গের সব জেলায় ঝেঁপে বৃষ্টি নামবে, দক্ষিণ বঙ্গে? জেনে নিন
Weather Breaking
মিষ্টু মুখার্জি : তীব্র দাবদাহে নাজেহাল উত্তর থেকে দক্ষিণবঙ্গের মানুষেরা। এই তীব্র গরম থেকে অবশেষে মিলতে চলছে রেহাই। হাওয়া অফিসের তরফে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই প্রবল বর্ষণের ঝড়ের সতর্কতা জাড়ি করেছে।

আরো পড়ুন : South Kashmir : সন্ত্রাসীদের সহায়তা করার জন্য দক্ষিণ কাশ্মীরের জেলাগুলিতে চলছে জোর পুলিশি অভিযান
হাওয়া অফিসের তরফে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরো পড়ুন : Kashmir Issue : ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করল ভারত, জানিয়ে দিল পাক অধিকৃত কাশ্মীর চাই
পাশাপাশি হাওয়া হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী সাতদিন উত্তরবঙ্গ জুড়ে ঘন্টায় ৬০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে।
আরো পড়ুন : IPL-Re-Start : ২০২৫ সালের আইপিএল কবে আবার শুরু হবে ? কবেই বা ফাইনাল ? কী জানাচ্ছে BCCI
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ?
দক্ষিণবঙ্গে আদ্রতাজনিত কারনে চলতি সপ্তাহে চরম অস্বস্তি অনুভূত হলেও, সপ্তাহজুড়ে স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন অর্থাৎ সোমবার কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।
আরো পড়ুন : Malda : থানায় পর পর বিস্ফোরণের শব্দ , দাউ দাউ করে জ্বলছে আগুন, ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা কোন কোন জেলায়
আজ দক্ষিণবঙ্গে হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমমান, পূর্ব্ব মেদিনীপুর, পুরুলিয়া, উত্তর ও দুক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই ৭টি জেলায় ৫০ কিমি বেগে দমকা ঝড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্ব্বাভাস রয়েছে।
তাপপ্রবাহের বজায় থাকার সাথে বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমমান এবং ঝাড়গ্রাম। তবে চলতি সপ্তাহে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভবনা রয়েছে।

আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর