Weather Breaking : রাজ্যের বিভিন্ন জেলায় তুমুল ঝড়-বৃষ্টি,মৃত্যু একাধিক, উপড়ে পড়ল গাছ,ছিঁড়ল ট্রেনের তার
Weather Breaking
তীর্থঙ্কর মুখার্জি : সকাল থেকে অস্বস্তিকর গরমে নাজেহাল ছিল কলকাতা সহ পার্শ্ববর্তী জেলা। বৃহস্পতিবার সন্ধ্যের পর হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ তুমুল ঝড়-বৃষ্টি।

হাওড়া থেকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, ঝড়ের দাপটে লন্ডভন্ড হয়ে গেল একের পর এক জেলা। কলকাতায় চলে ব্যাপক বৃষ্টি। সেই বৃষ্টিতে জায়গায়জায়গায় জমল জল। এছাড়াও বৃহস্পতিবার রাতে প্রবল বৃষ্টি হয় হাওড়,শিবপুর, বালি, ঘুসুড়ি, সালকিয়া, লিলুয়া, রামরাজাতলা এবং বেলুড়েও।
আরো পড়ুন : LPG Cylinder Prices Reduced : কমল এলপিজি সিলিন্ডারের দাম, আপনার শহরে কত টাকা দিতে হবে দেখে নিন, তবে….
এদিন ঝড়ের দাপটে কোথাও ভেঙে পড়ল গাছ, কোথাও আবার ছিঁড়ে পড়ল ওভারহেডের তার। যায়গায় যায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে অন্ধকার হয়ে যায় বিভিন্ন এলকা।
আরো পড়ুন : Arrest 2 : সাইবার প্রতারণার বড় চক্রের হদিস দক্ষিণ দিনাজপুর পুলিশের, লোনের নামে কোটি টাকার ফ্রড, গ্রেপ্তার ৩
প্রবল ঝড়ে নিউটাউনে রাস্তায় উপড়ে পড়ে গাছ। জানা গিয়েছে সূর্যসেন স্ট্রিটে গাড়ির উপর গাছ ভেঙে পড়ে। সেই সময় গাড়িতে চালক বা যাত্রী না থাকায় প্রাণ হানির কনো খবর পাওয়া যায়নি।
ঝড়ের তান্ডবে ঘড়ের উপর গাছ পড়ে মৃতু এক ব্যক্তির
প্রবল ঝড়ে বারাসাতের ইন্দিরা কলোনিতে একটি ঘড়ের উপর গাছ পড়ে যায়। সেই সময় ঘরের মধ্যেই শুয়ে ছিলেন গোবিন্দ বৈরাগী (৩০)। তিনি গাছের নিচে চাপা পড়ে মারা যান।
প্রবল ঝড়ে গাছের নিচে চাপা পড়ে মৃত্যু এক মহিলার ও বিদ্যুৎপৃষ্ট হয়ে আশঙ্কাজনক আরো এক যুবক
প্রবল ঝড়-বৃষ্টির একই ছবি বেহালাতেও। এদিন বেহালার ইউনিট পার্কে ঝড়ের তান্ডবে বিদ্যুতের তারের উপর একটি আস্ত গাছ ভেঙে পড়ে সেই গাছের নিচে চাপা পড়ে বছর পয়তাল্লিশের মিনা ঘোষ (৪৫) নামের এক মহিলা। ওই এলাকাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবক গুরুতর আশঙ্কাজনক অবস্থায় বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসাধীন।
মেদিনীপুরের কেশিয়ারিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে ১ জনের। যদিও বৃহস্পতিবার সাড়ে ৪টের নাগাদ আইএমডি ( IMD ) তাঁদের এক্স হ্যান্ডেলে আগাম জানিয়ে সতর্কতা জারি করে দিয়েছিল, এক্স হ্যান্ডেলে জানানো হয়েছিল বজ্রবিদ্যুৎ সহ ৪০ থেকে ৫০ কিমি গতিবেগে বয়ে যাবে ঝড়ো হাওয়া সাথে প্রবল ঝড়-বৃষ্টি।

আরো পড়ুন : RBI : নোংরা, ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত নোট নিয়ে সমস্যায়?সেই মুদ্রা নোট বিনিময়ে এবার নির্দেশিকা জারি RBI-এর