Weather Breaking : তীব্র দাহদাহের পর অবশেষে স্বস্তি,বেলা গড়ালেই বৃষ্টির সাথে দমকা হাওয়া,জেনে নিন কবে কোথায়
Weather Breaking
ম্মিষ্টু মুখার্জি : তীব্র হাসফাস গরমের থেকে কিছুটা স্বস্তি মিলল গতোকাল ( ২৭.৪.২৫) রবিবারের বিকেল থেকে। রবিবার সকালের দিকটা তীব্র দাবদাহ থাকলেও দুপুর গড়াতেই মেঘের চাদরে ঢেকে যায় কলকাতার আকাশ।

আরো পড়ুন : Jalpaiguiri : পাক-অধিকৃত কাশ্মীর অবিলম্বে পুনরুদ্ধারের দাবি সৈকতের, কুশপুত্তলিকা দাহ পাক প্রধানমন্ত্রীর
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী তিন-চারদিন বেকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের আকাশ। বেলা গড়ালেই দমকা হাওয়ার সাথে বৃষ্টি সম্ভবনা রয়েছে।
আরো পড়ুন : Abhishek : আর কোনও সার্জিক্যাল স্ট্রাইক নয়, পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করুন : অভিষেক
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আজ (২৮.৫.২৫) সোমবার বিকেলের পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভবনা রয়েছে। আজ বিকেলের পর রবিবারের থেকে বেশি পরিমানে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।
আরো পড়ুন : Jharkhand : সন্ত্রাসী হামলায় দেশজুড়ে কঠোর নিরাপত্তা,এবার ঝারখান্ডে সন্ত্রাসী সংগঠনে যোগাযোগে আটক ৪

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয় অফিসের
উত্তরবঙ্গের তিন জেলা, আলিপুর দুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং এই তিন জেলায় আগামী তিন-চার দিন ধরে ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে। ছাড়াও উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের আবহায়া মেঘলার সাথে অতি হাল্কা বৃষ্টির সম্ভবনা রয়েছে।
বাকি জেলাগুলিতে হালকা প্রভাব পড়বে বলে জানানো হয় হাওয় অফিসের তরফে। এর জেরে সাময়িক স্বস্তি মিলবে তীব্র দাবদাহ থেকে।
