Weather Breaking : রাজ্যে এক ধাক্কায় ৩-৫ ডিগ্রি তাপমাত্রা পতন,দুই বঙ্গের আবহাওয়া নিয়ে কী জানাচ্ছে হাওয়া অফিস
Weather Breaking
মিষ্টু মুখার্জি : বঙ্গে ফের নতুন করে শীতের প্রত্যাবর্তন। আজ কলকাতার আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। ছিল হালকা হাল্কা ঠান্ডার অনুভূতিও। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে আজ থেকে অর্থাৎ শুক্রবার (১৪.০২.২৫) থেকে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে।

আরো পড়ুন : Abhishek :নামের পাশ থেকে উধাও দলের নাম, মেটাকে আইনি নোটিস অভিষেকের !সেবাশ্রয় থেকে লাইভে সাংসদ
Winter is back again in Bengal. Today the sky of Kolkata was foggy. There was also a feeling of mild cold. According to Alipur Meteorological Department, the temperature may decrease by 3 to 5 degrees Celsius from today Friday (14.02.25) in South Bengal
A lot of water vapor is entering the state under the influence of opposite circulation in North Bay of Bengal. As a result, fog is likely to increase
আরো পড়ুন : WB Budget 25 : মমতার বাজেট হার মানাবে ১০০টি দেশের GDP-কে, বাড়ল DA, রইল পূর্ণাঙ্গ বাজেট-২৫
The Meteorological Office has said that the night temperature mercury may fluctuate in South Bengal from Friday to Monday today. The night temperature may drop by 3 to 5 degrees. Day temperature may increase by 2 to 3 degrees
According to the Alipore Meteorological Department, there is a possibility of light rain with thunder in these 3 districts – North Bengal, Darjeeling, Jalpaiguri and Kalimpong
In the districts of North Bengal, the temperature will drop by 3 to 5 degrees on Saturday and Sunday night. However, there may be an increase of 2 to 3 degrees in a day, according to the wind office
কলকাতা সহ পার্শ্ববর্তী এলকার সর্বচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং সর্বনিম্ন ২০ ডিগ্রির আশেপাশে থাকবে। উত্তর বঙ্গপোসাগরে বিপরীত ঘূর্ণাবাতের প্রভাবে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয়বাষ্প। এরফলে কুয়াশা বাড়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন : China vs USA : আমেরিকার পরামানু শক্তিচালিত ডুবোজাহাজের খেল খতম, দাবি চিনের,কী ভাবে জানাল বিজ্ঞানীরা
দক্ষিণে নতুন করে তাপমাত্রা ওঠানামা করবে, কী বলছে হাওয়া অফিস ?
হাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ থেকে অর্থাৎ শুক্রবার থেকে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রার পারদ ওঠানামা করতে পারে। রাতের তাপমাত্রার ৩ থেকে ৪ ডিগ্রি পতন হতে পারে। দিনে ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে।

আরো পড়ুন : WB-Caged killer tiger : বাঘে-মানুষের লড়াইয়ের পর অবশেষে স্বস্তি,ছাগলের টোপে খাঁচাবন্দি বাঘ
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কুয়াশার জেরে দৃশ্যমান্যতা ২০০ মিটারের নিচে থাকবে। শুক্রবার সকালে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষীণ ২৪ পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, নদীয়া ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভবনা।
আরো পড়ুন : Another Fire Incident :ফের অগ্নিকান্ড, এবার তারাতলা এলকায় ভষ্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি, ঘটনাস্থলে ফিরাদ
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে ?
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গে বজ্রবদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির সম্ভবনা রয়েছে, দারজিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এই ৩টি জেলায়।
আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?
উত্তরে দিন ও রাতের তাপমাত্রা কেমন থাকবে ?
উত্তরবঙ্গের দার্জিলিংয়ের পার্বত্য এলকায় হালকা তুষারপাতের সম্ভবনা রয়েছে। এছাড়াও বাকি জেলা গুলিতে ভোরে কুয়াশার দাপট চলবে। মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে।
আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর
উত্তরবঙ্গের জেলা গুলিতে শনি ও রবিবার রাতের তাপমাত্রার ৩ থেকে ৪ ডিগ্রি নেমবে। অবশ্য দিনে ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

