WBSSC 2016 : কারোর চাকরি যাবে না,সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চাকরি দেব : মমতা
WBSSC 2016
কেয়া সরকার : বরখাস্ত বাংলার শিক্ষকদের পাশে থাকার অঙ্গীকার মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বরখাস্ত হওয়া শিক্ষকদের একাংশের সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন।

আরো পড়ুন : Waqf Bill Passed : বহু চর্চিত বিলে সই রাষ্ট্রপতির, আইনে পরিনত ওয়াকফ সংশোধনী বিল
তাদের সমর্থন করার প্রতিশ্রুতি দেন এবং আশ্বস্ত করেন যে যোগ্য প্রার্থীরা বেকার থাকবেন না। সুপ্রিম কোর্ট ২০১৬ সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়োগের মাধ্যমে করা ২৫,৭৫২টি স্কুল চাকরির নিয়োগ বাতিলের রায় বহাল রাখার কয়েকদিন পর এই উন্নয়ন ঘটল।
চাকরিহারাদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা কী বললেন ?
দয়া করে ভাববেন না যে আমরা এটি মেনে নিয়েছি। আমরা পাথর হৃদয়ের নই, এবং এই কথা বলার জন্য আমাকে জেলও হতে পারে, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না, সুপ্রিম কোর্টের আদেশের পর পশ্চিমবঙ্গের সরকারি ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শিক্ষকতা ও অশিক্ষক কর্মীদের চাকরি হারানো মানুষদের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বলেন।
তিনি আরও বলেন, “যোগ্য প্রার্থীরা যাতে বেকার না হন বা চাকরিতে বিরতি না পান, সেজন্য আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। আমার নাম এমন কিছুতে টেনে আনা হচ্ছে যার সম্পর্কে আমার কোনও ধারণা নেই।
আরো পড়ুন : Raiganj : স্বর্ণপদক প্রাপ্ত, বিশ্ববিদ্যালয়ের টপার চাকরি খুইয়ে কান্নায় ভেঙে পড়েছে কৈলাশের কৃষ্ণ মৃত্তিকা
৩ এপ্রিলের শীর্ষ আদালতের রায়ে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতির কথা উল্লেখ করা হয়েছে, যার ফলে হাজার হাজার শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের রায় মেনে চলার প্রতিশ্রুতি দিলেও, তিনি যোগ্য প্রার্থীদের জন্য এই রায়কে অন্যায্য বলে অভিহিত করেছেন।
আমরা এমন একটি ব্যবস্থার শিকার, যার কারসাজিতে আমাদের কোনও হাত ছিল না,” অনুষ্ঠানস্থলের বাইরে বরখাস্ত হওয়া শিক্ষকদের একজন ইয়াসমিন পারভীন বলেন। “আমাদের চাকরি ফিরে ছাড়া আর কিছুই দরকার নেই।”
আরো পড়ুন : Mamata : “এক লাখ” পদ খালি আছে,যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের কোনও টাকা ফেরাতে হবে না : মমতা

বৈঠকের আগে নেতাজি ইন্ডোরের সামনে চাকরি হারাদের দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় পুলিশের সামনেই।
গন্ডোগোলের সূত্রপাত নেতাজি নেতাজি ইন্ডোরে প্রবেশের পরিচয় কার্ড নিয়ে। ঘটনা স্থলে রয়েছে কলকাতা পুলিশের একাধিক উচ্চ পদ মর্যদার কর্মকর্তারা।
We have a separate plan so that qualified candidates do not become unemployed or have a break in their jobs. My name is being dragged into something I have no idea about
We are not stone-hearted, please don’t think we accept this. I may go to jail for saying this, but I don’t care
He promised to support them and assured that eligible candidates will not remain unemployed. The development comes days after the Supreme Court upheld its verdict quashing the 2016 West Bengal School Service Commission recruitment of 25,752 school jobs
আরো পড়ুন : Supreme Court LIVE :২৬ হাজার চাকরি বাতিল করল সুপ্রিম কোর্ট, যোগ্যরা কী করবে, অযোগ্যরা কত ফেরত দিতে হবে ?
West Bengal Chief Minister Mamata Banerjee met a group of dismissed teachers at Netaji Indoor Stadium in Kolkata on Monday
Before the meeting, a scuffle broke out between the two groups of jobless people in front of Netaji Indoor Stadium, right in front of the police
Today, i.e. before the meeting on Monday, the identified ineligibles have been gathering in front of Netaji Indoor since morning. And that has angered the eligible jobless people. And that has created extreme chaos
The Chief Minister called for an advance meeting with the teachers on Monday (7.4.25) afternoon. And as soon as the meeting was attended, there was an atmosphere of conflict among the unemployed. A tense situation has arisen
আরো পড়ুন : Siliguri : বিরিয়ানির মাংসের মধ্যে কিলবিল করছে পোকা, শিলিগুড়িতে গ্রেপ্তার মালিক সহ ৫
A teacher who had lost his job who came to the meeting demanded, “Either give him his job back or give him the death penalty. Because what will we do if we don’t have a job? We are willing to die voluntarily if we can’t give him back his job”
The incident began with the issue of identity cards for entry into Netaji Netaji Indoor Stadium. Several high-ranking officials of the Kolkata Police are present at the scene
আরো পড়ুন : 1 pilot died : মৃত্যু ১ পাইলটের,মোদীর রাজ্যে বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান! চিকিৎসারত ওপর এক পাইলোট
বৈঠকের আগেই চাকরি হারাদের দু’পক্ষের মধ্যে অশান্তির পরিস্থিতি
আজ অর্থাৎ সোমবার বৈঠকের আগে সকাল থেকে নেতাজি ইন্ডোরের সামনে জড়ো হয়েছে চিহ্নিত অযোগ্যরা। আর তাতেই ক্ষোভে উত্তেজিত হয়ে উঠে যোগ্য চাকরিহারারা। আর তাতেই চরম বিশৃঙ্খলা তৈরি হয়।
আরো পড়ুন : Mamata : ৯০০ ওষুধের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে তোপ মমতার, প্রতিবাদ মিছিলের ঘোষণা
আর এই চিত্র শুধু নেতাজি ইন্ডোরের সামনে নয় চাকরিহারাদের দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পরে বাবুঘাট, শহিদ মিনারের সামনেই। উল্লেখ্য, গতোকাল রাত থেকে পারদ চড়েছে চাকরিহারাদের মধ্যে সংঘাতের আবহ
সোমবার (৭.৪.২৫) দুপুরে শিক্ষকদের সঙ্গে আগাম বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আর সেই বৈঠকে যোগ দিতে এসেই চাকরিহারাদের মধ্যে সংঘাতের আবহ। তৈরি হয়েছে দুন্ধুমার পরিস্থিতি।
আরো পড়ুন : Belghoria Murder : মাথায় গুলি করে খুন তৃণমূল কর্মীকে,পার্টি অফিসের সামনে রাতভর পড়ে যুবক
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। যার জেরে চাকরি হারিয়েছেন ২৫ হাজার ৭৩৫ জন।
বৈঠকে আসা চাকরি খোয়ানো এক শিক্ষকের দাবি, হয় চাকরি ফেরত দিন, নয় মৃত্যুদন্ড দিন। কারন চাকরি না থাকলে কী করব আমরা ? চাকর না ফেরত দিতে পারলে আমরা স্বেচ্ছায় মৃত্যুবরণ করতেও রাজি আছি।
আরো পড়ুন : 3 people died : নাইট্রোজেন গ্যাস লিক করে মালিকসহ ৩ জনের মৃত্যু, ৬০ জনেরও বেশি হাসপাতালে ভর্তি

আরো পড়ুন : Supreme Court : বুলডোজার কান্ডে সুপ্রিম কোর্টে ভর্ৎসিত যোগী সরকার! বড় ক্ষতিপূরণের নির্দেশ