WB College Admission : পড়ুয়াদের জন্য এবার খুলেগেল রাজ্যের কলেজে ভর্তির পোর্টাল ! কী জানালেন শিক্ষামন্ত্রী
WB College Admission
কেয়া সরকার : অবশেষে ৪১ দিনের অপেক্ষার পর মঙ্গলবার ( ১৭.০৬.২৫) থেকে খুলে গেল কলেজের স্নাতকে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে পশ্চিবঙ্গের মোট ৪৬০টি কলেজ ও ১৭টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা।

এই আবেদন করাযাবে আগামীকাল বুধবার (১৮.০৬.২৫) দুপুর ২টো থেকে। Wbcap.in পোর্টাল থেকে আবেদন করতে পারবেন ছাত্র-ছাত্রীরা। এই ভর্তি প্রক্রিয়া চলবে মোট দু’দফায়।
দেখে নেওয়া যাক দু’দফায় ভর্তির প্রক্রিয়া
প্রথম দফা : প্রথম দফায় ভর্তি প্রক্রিয়ায় আবেদন ও রেজিস্ট্রেশন চলবে ১৮ জুন দুপুর দু’টো থেকে, চলবে ১ জুলাই পর্যন্ত। বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ এবং ৬ জুলাই থেকে ১২ জুলাই বরাদ্দ সিটের ভর্তি প্রক্রিয়া চলবে।
কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে আপগ্রেডেশনের ভিত্তিতে আসন প্রকাশ হবে ১৭ জুলাই। প্রকাশিত সেই তালিকা অনুযায়ী, ১৭ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলবে।
ছাত্র-ছাত্রীদের স্বশরীরে নথি যাচাই হবে ১৪ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত। এরপর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের পঠনপাঠন শুরু হবে ১ আগস্ট থেকে।

দ্বিতীয় দফা : দ্বিতীয় দফার ভর্তিতে আবেদন করার সুযোগ থাকছে ২ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত। কলেজ বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রকাশ ও সিট বরাদ্দদ হবে ১৪ আগস্ট। বরাদ্দ সিটে ভর্তি হবে ১৪ আগস্ট থেকে ১৭ আগস্ট।
আপগ্রেডেশনের ভিত্তিতে আসন প্রকাশ হবে ২১ আগস্ট। তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া চলবে ২১থেকে ২৪ আগস্ট পর্যন্ত। দ্বিতীয় দফায় ছাত্র-ছাত্রীদের স্বশরীরে নথি যাচাই হবে ২৮ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। কোর্সের ভর্তির টাকা ছাড়া পুরো প্রক্রিয়াটি হবে বিনামূল্যে। একজন পড়ুয়া মোট ২৫টি আবেদন করতে পারবেন।
কী জানালেন শিক্ষামন্ত্রী
এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, মাত্র একবার আবেদনের ভিত্তিতে পছন্দের একাধিক কলেজে আবেদনের সুযোগ পাচ্ছেন পড়ুয়ারা। তিনি জানিয়েছেন আবেদন করা যাবে বিনামূল্যে। তিনি এদিনের সাংবাদিক বৈঠকে আরো জানান,প্রথম দফায় আবেদনের সময়সীমা পেরিয়ে যাওয়ার একটি নির্দিষ্ট সময়ের পর সব কলেজের সমস্ত বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধাতালিকা প্রকাশিত হবে পোর্টালে।
এদিন মন্ত্রী বলেন, ছাত্র-ছাত্রীরা অনলাইনে আবেদনের ক্ষেত্রে অসুবিধায় পড়লে পড়ুয়াদের জন্য বিশেষ সহয়তা কেন্দ্র খোলা হয়েছে। সেই সহয়াতা কেন্দ্রের নাম “বীণা”। পড়ুয়াদের জন্য একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। নম্বরটি হল-১৮০০১০২৮০১৪। এছাড়াও শিক্ষামন্ত্রী জানিয়েছেন, “ওবিসি” সংক্রান্ত মামলার মামলার প্রভাব এই ভর্তি প্রক্রিয়ায় পিড়বে না।

আরো পড়ুন : Fake Note : বাজারে প্রবেশ করেছে উচ্চমানের জাল নোট,কত টাকার নোট? সতর্কতা জারি সরকারের,জেনে নিন