WB-Caged killer tiger : বাঘে-মানুষের লড়াইয়ের পর অবশেষে স্বস্তি,ছাগলের টোপে খাঁচাবন্দি বাঘ

WB-Caged killer tiger : বাঘে-মানুষের লড়াইয়ের পর অবশেষে স্বস্তি,ছাগলের টোপে খাঁচাবন্দি বাঘ

WB-Caged killer tiger

দিব্যন্দু বেরা : অবশেষে স্বস্তি ফিরলো এলকায়। ছাগলের টোপে পরে শেষে মেষ রয়্যাল বেঙ্গল টাইগার। মঙ্গবার ভোর রাত ৩টা ৩২ মিনিট নাগাদ ধরা দেয় দিনভর দাপরে বেড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার।

WB-Caged killer tiger
WB-Caged killer tiger
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : Another Fire Incident :ফের অগ্নিকান্ড, এবার তারাতলা এলকায় ভষ্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি, ঘটনাস্থলে ফিরাদ

বাঘটিকে ধরতে সোমবার রাতে ছাগলের টোপ দিয়ে খাঁচাপাতি। মঙ্গলবার ভোরে বাঘটি সেই খাঁচায় ধরে পরে। বাঘটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা করার পর পুণরায় বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান আধিকারিক নিশা গোস্বামী।

Finally, relief returned to Elka. The Royal Bengal Tiger was caught after baiting goats at 3:32 am on Tuesday

The tiger attacked the forest department worker yesterday on Monday. The way the tiger was dragging the forester’s head was something the people of Sundarbans had never seen before

Forest worker Ganesh Shyamal was seriously injured in the tiger attack. He was initially admitted to a local hospital in a critical condition but later admitted to SSKM Hospital. He is undergoing treatment there. Injured Forester Ganesh’s physical condition is stable. He is enrolled in YOLO John

Regarding this matter, Nisha Goswami, the Chief Forest Officer of South 24 Parganas District, said, “On Sunday, we received information that a tiger had entered a residential area. Our forest personnel then arrived at the scene and cordoned off the entire area with nets. The tiger seriously injured one of our forest workers. The tiger is estimated to be around 10 years old. After a health examination, it will be released into the deep forest”

আরো পড়ুন : Bankura : ‘UNWAB’-এর তরফে বাঁকুড়া জেলা ও জেলার বাইরের NGO-দের নিয়ে বিশেষ আলচোনা সভা

এদিন সকালে বাঘটি ধরা পরার খবর ছড়িয়ে পড়তেই স্বস্তি ফিরে স্থানীয়দের মধ্যে। স্থানীয়রা জানায় পাশের জঙ্গলেই বাঘের বাস। এলকায় এর আগেও মাঝে মধ্যেই বাঘ দেখা গিয়েছে কিন্তু এভাবে পুরোপুরি লোকালয়ে চলে আসতে দেখা যায়নি।

গতকাল অর্থাৎ সোমবারই বন দপ্তরের কর্মীর ওপর হামলা করেছিল ওই বাঘ। বনকর্মীর মাথা নিয়ে যে ভাবে টানাটানি করছিল বাঘটি, তা আগে কখনো দেখেনি সুন্দরবনের মৈপিঠের বাসিন্দারা।

WB-Caged killer tiger
WB-Caged killer tiger

আরো পড়ুন : 2 Months Salary Crisis : দু’মাস ধরে বেতন বন্ধ খোদ মুখ্যমন্ত্রীর,সাথে আরো ৮ লক্ষ্য কর্মী,সমস্যায় ডাবল ইঞ্জিন সরকার

ঘাতক রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচাবন্দির পর স্থানীয়দের ভিড়

বাঘের সেই আক্রমনে গুরুতর আহত হন ওই বনকর্মী। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হলেও পরে তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে তাঁর।

আরো পড়ুন : WB 10th Class Exams 25 : কড়া নজরদারিতে শুরু মাধ্যমিক পরীক্ষা,চালু বিশেষ হেল্পলাইন নম্বর,এই ভুল করলেই বাতিল পরীক্ষা

কেমন আছেন বাঘের হামলায় আক্রান্ত বনকর্মী ?

এখন অনেকটাই সুস্থ বনকর্মী গনেশ শ্যামল, সকালে বিস্কুট ও মৌসুম্বির জুস খেয়েছে বলে তাঁর পরিবারের তরফে জানানো হয়। তাঁর চিকিৎসায় আজ মেডিক্যাল টিম গঠন করে পরবর্তী চিকিৎসা শুরু হবে বলে জানা গিয়েছে। যখম বণকর্মী গনেশের শারিরিক পরিস্থিতি স্থিতিশিল রয়েছে। তিনি ইয়োলো জনে ভর্তী আছেন। সব থেকে বেশি আঘাত ডান চোখে। ঘার-মাথা,হাত সহ দেহের একাধিক জায়গায় গুরুতর আঘাত রয়েছে তার।

আরো পড়ুন : IND vs ENG Highlights: রোহিতের ঝড়ো ইনিংসে উড়ে গেল ইংল্যান্ড,সিরিজ জয় ভারতের,দেখুন হাইলাইট

প্রথম বাঘের মুখোমুখি হওয়া স্থানীয় বাসিন্দা কী জানান

সোমবার পাশের জঙ্গল থেকে আচমকাই বেড়িয়ে গ্রামে প্রবেশ করে বাঘটি। ওই স্থানীয় বাসিন্দার নজড়ে আস্তেই বাঘটি একটি গাছে আশ্রয় নেয়। খুব কাছাকাছি থাকলেও বরাৎজোড়ে বেঁচে যায় ওই স্থানীয় বাসিন্দা। এমন ভয়াঙ্গকর অভিজ্ঞতার কথা জানান।

আরো পড়ুন : 31 Naxsal Dead: ছত্তিশগড়ে সকাল থেকে চলছে গুলিড় লড়াই,খতম ৩১ মাওবাদী, শহিদ ২ জাওয়ান

এলকায় বাঘের উপস্তিতির খবর পেয়ে পৌঁছয় দুই বনকর্মী। বাঘটিকে জঙ্গলে পাঠাতে গেলে বনকর্মী গনেশ শ্যামলকে আক্রমন করে। মাথায় কামড় বসায় বাঘটি ।কোনও রকমে তাকে বাঘের হাত থেকে ছারাতে সক্ষম হয়। এরপর আর বাঘের সন্ধান মিলছিল না। দিনভর চলে বাঘের খোঁজ।

ছাগলের টোপ দিয়ে বাঘ ধরতে চলে রাত ভর প্রয়াস

বন দপ্তরের তরফে বাঘটিকে খাঁচাবন্দি করতে টোপ হিসেবে একটি আস্ত ছাগল রাখে বনকর্মীরা। এরপর অপেক্ষা বাঘের। এরপর প্ল্যান মাফিক ভোর সাড়ে ৩টের নাগাদ সেই খাঁচা বন্ধ হওয়ার শব্ধ পায় বনকর্মীরা।

আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?

জেলা মুখ্য বন বিভাগের আধিকারিক কী জানালেন ?

এই বিষয়ে দিক্ষিন ২৪ পরগনা জেলা মুখ্য বন আধিকারিক নিশা গোস্বামী বলেন, রবিবার আমাদের কাছে খবর আসে লোকালয়ে বাঘ ঢুকেছে। এরপর আমাদের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুরো এলকা জাল দিয়ে ঘিরে ফেলে বনকর্মীরা। বাঘটি আমাদের এক বনকর্মীকে গুরুতর ভাবে জখম করেছে। বাঘটির আনুমানিক বয়স ১০ বছর। বাঘের স্বাস্থ্য পরীক্ষা করে গভির জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

WB-Caged killer tiger
WB-Caged killer tiger

আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর

Leave a Comment