WB Budget 25 : মমতার বাজেট হার মানাবে ১০০টি দেশের GDP-কে, বাড়ল DA, রইল পূর্ণাঙ্গ বাজেট-২৫

WB Budget 25 : মমতার বাজেট হার মানাবে ১০০টি দেশের GDP-কে, বাড়ল DA, রইল পূর্ণাঙ্গ বাজেট-২৫

WB Budget 25

তীর্থঙ্কর মুখার্জি : অর্থমন্ত্রীর চন্দ্রিমা ভট্টাচার্য বুধবার বাজেট বক্তৃতায় সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করল। এর ফলে তা বেড়ে দাঁড়াল ১৮ শতাংশ।

WB Budget 25
WB Budget 25
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : 1 dead body recovered : ঘুরতে বেরনোই কী কাল হল? জঙ্গল থেকে উদ্ধার কিশোরের দেহ, প্রেমিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের

কবে থেকে কার্যকর হবে বর্ধিত ডিএ ? জানালেন চন্দ্রিমা

চন্দ্রিমা বাজেট বক্তৃতায় জানিয়েছেন, আগামী ১ এপ্রিল থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এবারের বাজেটে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধিত ডিএ নিয়ে বলেন, “পে কমিশনের টাকা সহ-বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা। ফলে টাকার পরিমান অনেকটাই বাড়বে।”

বাংলা পূর্ণাঙ্গ বাজেট ২০২৫-২৬ -এ কী কী ঘোষণা দেখে নেওয়া যাক

১) সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বৃদ্ধি ৪ শতাংশ

২) ১ এপ্রিল থেকে কার্যকার হবে নতুন ডিএ

৩) গ্রামোন্নোয়ন ও পঞ্চায়েত খাতে ৪৪ হাজার কোটি টাকা বরাদ্দ

৪) পথশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তার জন্য ১৫০০ কোটি বরাদ্দ

৫) ঘাটাল মাস্টার প্ল্যানে বরাদ্দ হল ৫০০ কোটি টাকা

৬) বিদ্যালয় শিক্ষায় ৪১ হাজার কোটি টাকা

৭) স্বাস্থ্যে বরাদ্দ করা হল ২১ হাজার ৩৫৫ কোটি টাকা

৮) ৭০ হাজার আশা কর্মীকে স্মার্ট ফোন দেবে রাজ্য সরকার

৯) “নদী বন্ধন” নামে নতুন প্রকল্পে বরাদ্দ ২০০ কোটি টাকা

১০) গঙ্গাসাগরে সেতু নির্মানের জন্য ৫০০ কোটি বরাদ্দ

১১) ৩৫০টি সুফল বাংলার নতুন স্টল

১২) ধান কেনার জন্য নতুন কেন্দ্র তৈরি হবে ২০০ কোটি টাকায়

আরো পড়ুন : China vs USA : আমেরিকার পরামানু শক্তিচালিত ডুবোজাহাজের খেল খতম, দাবি চিনের,কী ভাবে জানাল বিজ্ঞানীরা

ফেব্রুয়ারি মাসের ১ তারিখ কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন। তার ঠিক ১২ দিন পর আজ পশ্চিমবঙ্গের রাজ্য বাজেট পেশ করলেন মমতা ক্যাবিনেটের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতীমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Let’s take a look at the announcements in the full Bengali budget for 2025-26:

1) Increase in the dearness allowance for government employees by 4%. 2) The new DA will be effective from April 1st. 3) Allocation of 44,000 crore rupees for rural development and the Panchayat sector. 4) Allocation of 1,500 crore rupees for rural roads under the Pathashree project. 5) Allocation of 500 crore rupees for the Ghatal Master Plan.

6) Allocation of 41,000 crore rupees for school education. 7) Allocation of 21,355 crore rupees for health. 8) The state government will provide smartphones to 70,000 Asha workers.

9) Allocation of 200 crore rupees for a new project named “Nodi Bandhan.” 10) Allocation of 500 crore rupees for the construction of a bridge at Ganga Sagar. 11) 350 new Sufal Bangla stalls. 12) Establishment of a new center for rice procurement at a cost of 200 crore rupees.

For the fiscal year 2025-26, the full budget for Bengal is 389,000 crore taka, or approximately 45 billion dollars. Notably, the GDP of many countries around the world is not even 45 billion dollars.

শিল্প খাতের প্রবৃদ্ধি ৭.৩ শতাংশ, যা জাতীয় ৬.২ শতাংশের চেয়ে বেশি। কৃষি খাত, সংশ্লিষ্ট কার্যক্রম সহ, ৪.২ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যেখানে ভারতের ৩.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে, পরিষেবা খাত ৭.৮ শতাংশ প্রবৃদ্ধির সাথে অর্থনৈতিক উত্থানের নেতৃত্ব দিয়েছে, যা দেশের ৭.২ শতাংশকে ছাড়িয়ে গেছে।

আরো পড়ুন : WB-Caged killer tiger : বাঘে-মানুষের লড়াইয়ের পর অবশেষে স্বস্তি,ছাগলের টোপে খাঁচাবন্দি বাঘ

মমতার বাজেট হার মানাবে ১০০টি দেশের জিডিপিকে

বাংলা পূর্ণাঙ্গ বাজেট ২০২৫-২৬ অর্থবর্ষে বাংলার বাজেট হয়েছে ৩ লক্ষ ৮৯ কোটি টাকা বা প্রায় ৪৫ বিলিয়ন ডলারের। উল্লেখ্য, এক্ষেত্রে বিশ্বের অনেক দেশের ডিজিপি ৪৫ বিলিয়ন ডলারও নয়।

যেমন দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়ের মোট জিডিপি ৪৪.৯ বিলিয়ন ডলার হবে বলে মনে করা হচ্ছে, বা আফ্রিকা মহা দেশের অন্যতম বৃহৎ দেশ লিবিয়ার মোট জিডিপি ৪৪.৮ বিলিয়ন ডলার হবে বলে মনে করা হচ্ছে, এছাড়াও আমাদের প্রতিবেশী দেশ নেপালের জিডিপি আয়তনে বাংলার বাজেটের তুলনায় কম। সেদেশের ডিজিপিও ৪৩.৭ বিলিয়ন ডলার।

WB Budget 25
WB Budget 25

আরো পড়ুন : Another Fire Incident :ফের অগ্নিকান্ড, এবার তারাতলা এলকায় ভষ্মীভূত বেশ কয়েকটি ঝুপড়ি, ঘটনাস্থলে ফিরাদ

উল্লেখ্য, চলতি বাজেট অর্থাৎ ২০২৫-২৬ অর্থবর্ষে বাংলার যে বাজেট তৈরি হয়েছে সেখানে হিসাব কষে দেখা গিয়েছে বিশ্বের প্রায় ১০০টি দেশের জিডিপিও এতো বেশি নয়।

এবারের বাজেটে গ্রামীণ উন্ন্যয়ন, সমাজকল্যাণ ও বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নের ব্যাপারে মুলত জোর দেওয়া হয়েছে।

এবারের বাজেটে রাজ্য সরকার পরিকাঠামো ও কৃষি উন্নয়নে বরাদ্দ অনেকটাই বাড়িয়েছে। এছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

আরো পড়ুন : Bankura : ‘UNWAB’-এর তরফে বাঁকুড়া জেলা ও জেলার বাইরের NGO-দের নিয়ে বিশেষ আলচোনা সভা

রাজ্য সরকার এই পূর্ণাঙ্গ বাজেটে বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ হয়েছে ৯ হাজার ৬০০ কোটি টাকা। এছাড়াও এই বাজেটে খুশি রাজ্য সরকারি কর্মচারীরা। এবারের বাজেটে রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বাড়ানো হয়েছে ৪ শতাংশ। এই বর্ধিত ডি-এর সুবিধা পাবেন পেনশনভোগীরাও।

WB Budget 25
WB Budget 25
এবারের বাজেটে সবচেয়ে উল্লেখ্যোগ্য বিষয়

গত বছরের তুলনায় এবছর ২০২৫-২৬ পূর্ণাঙ্গ বাজেটে বেড়েছে ২৮ শতাংশ। পরিসংখ্যান দেখলে বোঝা যাবে ২০২৪-২৫ অর্থবর্ষে ৩ লক্ষ ৮ হাজার ৬৮৯ কোটি টাকার বাজেট পেশ করে ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। যা এবার ২০২৫-২৬ অর্থবর্ষে ধার্য হয়েছে ৩ লক্ষ ৮৯ কোটি টাকা। যা ৮৫ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়েছে এই বাজেটে।

আরো পড়ুন : 2 Months Salary Crisis : দু’মাস ধরে বেতন বন্ধ খোদ মুখ্যমন্ত্রীর,সাথে আরো ৮ লক্ষ্য কর্মী,সমস্যায় ডাবল ইঞ্জিন সরকার

রাজস্ব কর্মক্ষমতা এবং রাজস্ব বৃদ্ধি

আর্থিক দিক থেকে, রাজ্যের নিজস্ব রাজস্ব স্থিতিশীলভাবে বৃদ্ধি পেয়েছে, গত আর্থিক বছরের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাণিজ্যিক করের ক্ষেত্রে বিরোধ নিষ্পত্তি (এসওডি) প্রকল্পের সফল বাস্তবায়নের ফলে ২০,৭৩৮টি মামলা নিষ্পত্তি হয়েছে, যার ফলে ৯০০ কোটি টাকারও বেশি অতিরিক্ত রাজস্ব আয় হয়েছে।

বাজেটটি রাজস্ব শৃঙ্খলার প্রতি রাজ্যের প্রতিশ্রুতির উপর জোর দেয়, যার ফলে ঋণের সাথে জিএসডিপি অনুপাত ২০১০-১১ সালে ৪০.৬৫ শতাংশ থেকে কমে ২০২২-২৩ সালে ৩৭.৪৯ শতাংশে দাঁড়িয়েছে। রাজস্ব ঘাটতির সাথে জিএসডিপি অনুপাতও উন্নত হয়েছে, ২০১০-১১ সালে ৩.৭৫ শতাংশ থেকে কমে ২০২২-২৩ সালে ১.৭৮ শতাংশে দাঁড়িয়েছে।

সরকারের কল্যাণমূলক পদক্ষেপ

বাজেটে সমাজকল্যাণমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ বিভাগকে ৩৮,৭৬২.০৩ কোটি টাকা উল্লেখযোগ্য বরাদ্দ দেওয়া হয়েছে।

চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তৃতায় স্পষ্টভাবে উল্লেখ না করা হলেও, বাজেট নথিতে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে উপকৃত করেছে এমন বেশ কয়েকটি প্রধান প্রকল্পের সাফল্যের উপর জোর দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে।

আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?

সবুজ সাথী প্রকল্প : এই উদ্যোগের আওতায় প্রায় ১ কোটি ২৬ লক্ষ শিক্ষার্থী সহায়তা পেয়েছে, যা স্কুল শিক্ষার্থীদের সাইকেল সরবরাহ করে, যার ব্যয় ৪,৬০০ কোটি টাকা।

লক্ষ্মী ভান্ডার প্রকল্প : মহিলাদের প্রতি মাসে ১,০০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়, যেখানে তফসিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১,২০০ টাকা পান।

কন্যাশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী : বাজেট নথিতে মেয়েদের শিক্ষা, সংখ্যালঘু কল্যাণ এবং অন্যান্য সামাজিক উদ্যোগকে সমর্থন করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের কথাও তুলে ধরা হয়েছে।

সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভা নির্বাচনের কয়েক মাস আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ঘোষণা দিতে পারেন।

WB Budget 25
WB Budget 25

আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর

Leave a Comment