WB 10th Class Exams 25 : কড়া নজরদারিতে শুরু মাধ্যমিক পরীক্ষা,চালু বিশেষ হেল্পলাইন নম্বর,এই ভুল করলেই বাতিল পরীক্ষা

WB 10th Class Exams 25 : কড়া নজরদারিতে শুরু মাধ্যমিক পরীক্ষা,চালু বিশেষ হেল্পলাইন নম্বর,এই ভুল করলেই বাতিল পরীক্ষা

WB 10th Class Exams 25

সঞ্চিতা সাহা : প্রত্যেক ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা নিয়ে আলাদা আবেগ ও একটা ভিতি কাজ করে। আজ ১০ ফেব্রুয়ারি থেকে শুরু মাধ্যমিক। আগামী ২২ ফেব্রুয়ারি শেষ হবে পরীক্ষা।

প্রতি বছরের মতো এবারেও একি ভাবে মাধ্যমিক পরীক্ষার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। সাথে পরীক্ষা কেন্দ্রে চলবে কড়া নিজড়দারির। পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে যাতে কনো প্রকার অসুবিধা না হয় সেই দিকে প্রস্তুত রয়েছে প্রশাসন। চালু থাকছে বিশেষ বাসেরও ব্যবস্থা।

WB 10th Class Exams 25
WB 10th Class Exams 25
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরো পড়ুন : IND vs ENG Highlights: রোহিতের ঝড়ো ইনিংসে উড়ে গেল ইংল্যান্ড,সিরিজ জয় ভারতের,দেখুন হাইলাইট

Madhyamik exam is starting today from 10th February. The exam will end on February 22

Like every year, special arrangements have been made for Madhyamik exams. There will be strict vigilance at the examination center. The administration is prepared to ensure that the candidates do not face any difficulty in reaching the examination centre. Special buses are also available

According to the information provided by the board, this year examination has been arranged in 2683 centers. This year the total number of candidates is 9 lakh 84 thousand 753. Out of this 4 lakh 28 thousand 803 are male candidates. And 5 lakh 55 thousand 950 female candidates

আরো পড়ুন : 31 Naxsal Dead: ছত্তিশগড়ে সকাল থেকে চলছে গুলিড় লড়াই,খতম ৩১ মাওবাদী, শহিদ ২ জাওয়ান

It has been made clear by the board that if any candidate takes the exam with any smart gadget, the exam of that candidate will be canceled as soon as he sits for the exam. It has also been reported that calculators cannot be used

Helpline numbers have been launched by the state government for secondary examination candidates. The helpline numbers are: 033-23213813, 033-25392277. Also Kolkata Police Helpline Number is : 9432610039

আরো পড়ুন : Arrested 1 main accused : নিউটাউন নাবালিকা নারকীয় ধর্ষণকান্ডে দোষ শিকার মুল অভিযুক্তর, কে সেই অভিযুক্ত?

এবারে মোট কতজন পরীক্ষার্থী পরোক্ষা দিচ্ছেন ?

পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী এবারে ২৬৮৩ কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন পুরুষ পরীক্ষার্থী। এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন মহিলা পরীক্ষার্থী।

আরো পড়ুন : A terrible fire : মধ্যরাতে ভয়াবহ আগুন, পুড়ে ছাঁই বস্তির বহু ঝুপড়ি, মৃত্যু ১,আশ্রয়হীন বহু মানুষ

এবারের পরীক্ষার্থীদের জন্য যে সকল কড়া বিধি নিষেধ রয়েছে

পর্ষদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, কনো পরীক্ষার্থী কনো স্মার্ট গ্যাজেট নিয়ে পরীক্ষা হলে পরীক্ষা দিতে বসলেই সেই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে দেওয়া হবে। এছাড়াও ক্যালকুলেটারও ব্যবহার করা যাবে না বলে জানানো হয়েছে।

আরো পড়ুন : Raiganj Breaking : রায়গঞ্জ মেডিক্যালে হচ্ছে ৫০ শয্যার সিসিবি,মুমুর্ষু রোগী নিয়ে ছুটতে হবে না আর

রাজ্য সরকার পরীক্ষার্থীদের জন্য চালু করেছে বিশেষ হেল্পলাইন নম্বর

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য রাজ্য সরকারের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হেল্পলাইন নম্বরগুলি হল : ০৩৩-২৩২১৩৮১৩ , ০৩৩-২৫৩৯২২৭৭। এছাড়াও কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বর হল : ৯৪৩২৬১০০৩৯। এই হেল্পলাইন নম্বরগুলিতে পরীক্ষার্থীরা যে কোনও সমস্যায় পড়লেই ফোন করতে পারবে। ২৪ ঘন্টা কন্ট্রোল রুম খোলা থাকবে।

WB 10th Class Exams 25
WB 10th Class Exams 25

আরো পড়ুন : Arrest with firearms 3 : যোগী রাজ্যের ৩ ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র-গুলি সহ গ্রেপ্তার করল কলকাতা পুলিশ!

পর্ষদের নির্দেশ অনুযায়ী পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে পৌঁছনর পর যাতে সমস্যা না হয় সেই জন্য পরীক্ষার প্রথমদিন সকাল সাড়ে ৯টায় প্রবেশ করানো হবে। পরীক্ষার দ্বিতীয়দিন থেকে সকাল ১০ টায় প্রবেশ করানো হবে।

পরীক্ষা কেন্দ্রের যে সকল স্থানে বিশেষ নজড়দারি চলবে

এবারের মাধ্যমিক পরীক্ষায় পর্ষদের নির্দেশে টোকাটুকি রুখতে টয়লেটে বিশেষ নজড় রাখা হবে। কারন যারা টোকাটুকি অবলম্বন করে পরীক্ষা দিতে চায় তাঁরাই সেখানে গ্যাজেট লুকিয়ে রাখে।

আরো পড়ুন : Online Payment : এবার সমস্ত বিল মিটাতে পারবেন “হোয়াটসঅ্যাপ পে-তে”, জেনে নিন বিস্তারিত! আসতে চলেছে নতুন ফিচার

সরকারের তরফে পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস পরিষেবা

এবারের মাধ্যমিক পরীক্ষার দিন গুলি হল ১০ তারিখ (সোমবার), ১১ তারিখ (মঙ্গলবার), ১৫ তারিখ (শনিবার), ১৭ তারিখ (সোমবার), ১৮ তারিখ (মঙ্গলবার), ১৯ তারিখ (বুধবার), ২০ তারিখ (বৃহস্পতিবার) ও ২২ ফেব্রুয়ারি (শনিবার) পরীক্ষার এই দিন গুলি স্পেশাল বাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার।

আরো পড়ুন : Delhi Election Result 25 LIVE : দিল্লির দিলে কে? চলছে ভোট গনণা কে এগিয়ে কে পিছিয়ে? এক ক্লিকেই জেনে নিন

এই স্পেশাল বাসগুলি পরীক্ষারদিন গুলি সকাল ৮ টা ৪৫ মিনিট থেকে স্পেশাল বাস চলবে। একই ভাবে দুপুরে পরীক্ষা শেষের পর, ২ টো ১৫ মিনিট থেকে স্পেশাল বাস চলবে।

WB 10th Class Exams 25
WB 10th Class Exams 25

আরো পড়ুন : Death by explosion 4 : বিস্ফোরণে উড়ল বাড়ি, কারখানা থেকে একের পর এক দেহ উদ্ধার করছে পুলিশ

Leave a Comment