নিউজ ডেস্ক : পাকিস্তানে একের পর এক জায়গায় জঙ্গিরা পাকিস্থানি পুলিশ ও সেনাদের নিশানা করছে। বৃহস্পতিবার ফের জঙ্গি হামলার শিকার পাকিস্তানের পুলুশ। ঘটনাটি ঘটে লাহোর থেকে আনুমানিক ৪০০ কিলোমিটার দুরে রহিম ইয়ার খান জেলায়।

এদিন রাতে পুলিশের দুটি মোবাইল ভ্যান টহলদারির সময় কাদায় আটকে গেলে পুলিশের গাড়ি লক্ষ্য করে জঙ্গিরা রকেট হামলা চালায়। সেই হামলায় নিহত হয়েছেন ১১ জন পুলিশ। আহত আরো অনেকে। তাঁর মধ্যে আশঙ্কা জনক অবস্থায় চিকিৎসাধিন বেশ কিছু পুলিশ কর্মী।
Attack occurred in Punjab’s also taken hostaged
Seberal police personal also taken hostage
Senior official rush to the spot, rescue operations started
পাকিস্থান পুলিশ সূত্রে জানা গিয়েছে জঙ্গিরা এই হামলার পর বেশ কয়েকজন পুলিশ কর্মীকে পণবন্দি করে নিয়ে গেছে। পাক পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মিরিয়ম নওয়াজ পুলিশের উপর এই হামলার পর কঠোর নির্দেশ দিয়েছেন।
আইজি পুলিশ ড.উসমান আনোয়ারকে পননন্দি পুলিশকর্মীদের উদ্ধারে অভিযান চালানোর নির্দেশ দেবার পাশাপাশি তিনি জানান, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না।