তীর্থঙ্কর মুখার্জি : সুপ্রিম কোর্ট নির্দেশিত প্রাক্তন বিচারপতি ও বিচারবিভাগীয় আধিকারিকদের বকেয়া পেনশন ভাতা এবং অবসরকালীন সুযোগ-সিবিধা না দেওয়ার অভিযোগে বাংলার মুখ্য সচিব-সহ মোট ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের সুপ্রিম কোর্টে তলব করলেন প্রধান বিচারপতি।
অল ইন্ডিয়া জাজেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে অভিযোগে করা হয়, সর্বোচ্চ আদালতের একাধিক নির্দেশ থাকা সত্বেও ন্যাশনাল জুডেশিয়াল পে কমিশনের সুপারিশ অনুযায়ী, অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারবিভাগীয় আধিকারিকদের পেনশন সুনিশ্চিত করেনি ১৮টি রাজ্য।
আগামী ২৭ আগস্ট শুনানীর দিন সশরীরে হাজিরা দিয়ে সেটা জানাতে হবে মুখ্যসচিবদের। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাজিরা না দিলে মুখ্যসচিবদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান বিচারপতি।