Sunita Return Live Updates : সুনিতা উইলিয়ামস ও তাঁর সঙ্গির ৪৫ দিনের পুনর্বাসন কর্মসূচি শুরু, রয়েছেন পর্যবেক্ষণে
Sunita Return Live Updates
লক্ষী শর্মা : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) নয় মাসেরও বেশি সময় ধরে অপ্রত্যাশিতভাবে থাকার পর , মহাকাশচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর বুধবার ভোরে আমেরিকার ফ্লোরিডা রাজ্যের উপকূলে পৃথিবীতে ফিরে এসেছেন।
আরো পড়ুন : Bonus Increase : ইদ-দুর্গাপুজোর আগেই ,রাজ্য সরকারি কর্মচারিদের বোনাস বৃদ্ধির সুখবর

আরো পড়ুন : 1 militant killed : উত্তর কাশ্মীরের এনকাউন্টারে নিহত এক জঙ্গি, AK-৪৭ উদ্ধার, আহত ১ পুলিশ
After an unexpected stay of more than nine months on the International Space Station (ISS), astronauts Sunita Williams and Butch Wilmore returned to Earth early Wednesday morning off the coast of the US state of Florida
NASA astronauts Sunita Williams and Butch Wilmore have begun a 45-day rehabilitation program to adapt to Earth’s gravity after spending nine months aboard the International Space Station (ISS)
আরো পড়ুন : Arrest 1-LIVE : বড় সাফল্য STFএর, স্টেশন চত্তর থেকে বিপুল অস্ত্র সহ আটক ১
NASA has informed that Sunita will now have to undergo various physical tests. They will not be able to enter the house right now
NASA said Sunita, 69, and Wilmore, 62, are being taken to the Johnson Space Center in Houston. They will be housed in crew quarters, where they will undergo physical examinations
আরো পড়ুন : Darjeeling : রেড পান্ডাকে পেছনে ফেলে স্টার অতিথিকে দেখতে ভিড় পর্যটকদের
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) ৯ মাস থাকার পর পৃথিবীর মাধ্যাকর্ষণের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য “নাসার” নভোচারী সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর ৪৫ দিনের পুনর্বাসন কর্মসূচি শুরু করেছেন।

আরো পড়ুন : Malda :হোলির রাতে রক্তের রঙে ভাসল মালদা,বাইক থামিয়ে এলোপাথারি কোপ,মৃত যুবক
তাঁদের মহাকাশে থাকার কথা ছিল ৮ দিন সেটাই বেড়ে হয়ে যায় ২৮৬ দিন। দির্ঘ ৯ মাসের বেশি সময় মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরল ভারতীয় বংশোদভূত মার্কিন মহাকাশচারী সুনীত উইলিয়ামস ও তাঁর সঙ্গী বুচ উইলমোর। তাঁদের সঙ্গে ফিরছেন আরো দুই মহাকাশচারী।
আরো পড়ুন : Gujrat : নৃশসংতার দৃশ্য, পর পর পথচারীকে মেরে গাড়ির চালক, আরও এক রাউন্ড
নাসার তরফে জানানো হয়েছে, এখন নানা শারীরিক পরীক্ষার মধ্যদিয়ে যেতে হবে সুনীতাদের। এখনই তাঁরা বাড়িতে প্রবেশ করতে পারবেন না।
বাড়িতে না গিয়ে কোথায় থাকবে সুনীতা ও উইলমোর
নাসার তরফে জানা গিয়েছে, বছর উনষাটের সুনীতা ও বছর বাষট্টির উইলমোরকে হিউস্টনে জনসন স্পেস সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে ক্রু কোয়ার্টারে রাখা হবে তাঁদের। সেখানে তাঁদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলবে।
আরো পড়ুন : Chopra : রামজান মাসে রঙের উৎসবে মাতলেন বিধায়ক হামিদুল, দিলেন সম্প্রিতির বার্তা
বিশেষজ্ঞরা বলছেন, সুনীতাদের নিয়নিত মাসাল ও হাড় স্বাভাবিক অবস্থায় দ্রুত ফিরতে পারে তাই মেন্টাল সাপর্টে জোর দেওয়া হবে। পিজিওথেরাপি হবে। কথা বলার ধরনের পরিবর্তন আসতে পারে। ৪৫ দিন ধরে রিহ্যাব চলবে দুই মহাকাশচারীর।

আরো পড়ুন : Road Accident :দোলের সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, শিশু সহ মৃত ৭, আহত আরো ১০