SSC WB : অযোগ্যদের তালিকায় এবার উত্তর দিনাজপুর জেলার বিজেপির নেতা আত্মীয়দের নাম
SSC WB
কেয়া সরকার : বিজেপি যে ভাবে শিক্ষা দূর্নীতি নিয়ে যে ভাবে সরব হয়েছে তাতে এবার জেলায় জেলায় গেরুয়া শিবিরের নেতাদের আত্মীয়রা দাগি শিক্ষকদের তালিকায় ঠাঁই পাওয়ায় মুখে কুলুপ এটেছে বিজেপির জেলা ও রাজ্য নেতৃত্ব।

এসএসসি প্রকাশিত অযোগ্য চাকরিহারা শিক্ষকদের তালিকায় এবার বিজেপির জেলা নেতা আত্মীয়দের নাম। এসসসির প্রকাশিত শিক্ষকদের তালিকায় বিজেপির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক অসীমকুমার মৃধার ভাই অনুপ কুমার মৃধা এবং এবং বৌদি মৌমিতা মৈত্রর নাম।
আরো পড়ুন : BSF : ভারতে সোনা পাচারের সময় ৫ কোটি টাকার সোনার বিস্কুট জব্দ করল BSF
জানা গিয়েছে, বিজেপি নেতার ভাই অনুপ কুমার মৃধা চাকরি করছিলেন ইসলামপুর ধনতলা হাইস্কুল এবং বৌদি মৌমিতা মৈত্র শিলিগুড়ি শিক্ষা জেলার একটি স্কুলের শিক্ষকতা করতেন।
আরো পড়ুন : FASTag Breaking : কোন এক্সপ্রেসওয়ে এবং হাইওয়েগুলিতে FASTag বার্ষিক পাস বৈধ নয়, দেখে নিন সেই তালিকা
উত্তর দিনাজপুর জেলা ছাড়াও বীরভূম জেলা বিজেপির কোষাধ্যক্ষ সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের নাম ও ছবি রয়েছে ওই অযোগ্য শিক্ষকদের তালিকায়।
আরো পড়ুন : WBSSC : ১,৮০৪ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করল SSC,অ-শিক্ষক প্রার্থীদের তালিকা নিয়ে কী জানাল ?
অযোগ্যদের তালিকায় লক্ষ্মী বিশ্বাসের নাম রয়েছে ২৭৭ নম্বরে। তিনি বীরভূমের কালীথা হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকা।

আরো পড়ুন : Siliguri : বড় সাফল্য পেল পুলিশ, কোট টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার ১ ,আজ আদালতে পেশ করবে ধৃতকে