SSC Recruitment Breaking : এসএসসি নিয়গ প্রক্রিয়ায় বিরাট বদল,কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নয়,দ্রুত শিক্ষক নিয়গে এই সিদ্ধান্ত রাজ্যের,রইল বিস্তারিত
SSC Recruitment Breaking
কেয়া সরকার : এসএসসি ২০২৫ নিয়গ প্রক্রিয়ায় বিরাট বদল। শিক্ষক নিয়গের পরিক্ষায় কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নয়। কারন দ্রুত শিক্ষক নিয়গ চায় রাজ্য। এসএসসি চায় সকল সফল পরীক্ষার্থীদের রিজয়ন ভিত্তিক ইন্টারভিউ নেবে স্কুল সার্ভিস কমিশন।

এসএসসি ঠিক কী চায় ?
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) তরফে জানানো হয়েছে, তাঁদের অধীনে ৫টি রিজিয়নের মাধ্যমে ইন্টারভিউ নবম দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে।
বলে রাখা দরকার উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ নিয়েছিল এসএসসি। কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবার শিক্ষক নিয়গের পরিক্ষায় কেন্দ্রীয়ভাবে ইন্টারভিউ না ন্যূনতম ১৫ দিনের মধ্যে একাদশ-দ্বাদশের ইন্টারভিউ শেষ করতে চায় রাজ্য।
তারপরেই শুরু হবে নবম-দশম এর শিক্ষক নিয়গের ইন্টারভিউ প্রক্রিয়া। এবং সেখানেও ঢিলেমি করতে নারাজ এমনটাই কমিশন সূত্রে খবর।

