Sourav Ganguly Re-Elected : আইসিসিতে ফিরলেন সৌরভ ! কোন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে
Sourav Ganguly Re-Elected
স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ১৩ এপ্রিল নিশ্চিত করেছে যে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি তাদের পুরুষ ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।
আরো পড়ুন : Ambedkar’s birthday : অশোকের কলমে সংবিধান ও ড.বাবাসাহেব আম্বেদকর গণতন্ত্রের প্রাণ ও সমাজের বিবেক

আরো পড়ুন : Gujrat LIVE : বড় সাফল্য, ১৮০০ কোটি টাকার নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করল কোস্টগার্ড এবং ATS
সভাপতি হিসেবে সৌরভ গাঙ্গুলি বিশ্বজুড়ে খেলার মান এবং ভবিষ্যত বৃদ্ধির উপর দৃষ্টি নিবদ্ধ করে ছয় সদস্যের একটি প্যানেলের নেতৃত্ব দেবেন।
আরো পড়ুন : KalIghat Skywalk : আজ চৈত্র সংক্রান্তিতে খুলছে কালীঘাট স্কাইওয়াক, উদ্বোধনের আগে কী বললেন মমতা
২০২১ সালে অনিল কুম্বলে পুরুষ ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে, যিনি কমিটির সভাপতি হিসেবে সর্বোচ্চ তিন বছর মেয়াদ পূর্ণ করার পর পদত্যাগ করেন। সেই যায়গায় সৌরভের গাঙ্গুলির স্থলাভিষিক্ত হল।
আরো পড়ুন : Alipurduar : একেরপর এক বাড়ি থেকে মহিলাদের অন্তর্বাস চুরি!অভিযুক্ত শিক্ষককে গাছে বেঁধে প্রহার
আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির সকল সদস্য
সৌরভ গাঙ্গুলি, হামিদ হাসান, ডেসমন্ড হেইনস, টেম্বা বাভুমা, ভিভিএস লক্ষ্মণ, জোনাথন ট্রট।
আরো পড়ুন : Road Accident :পাহাড়ে ঘুরতে গিয়ে পর্যটক বোঝাই গাড়ির উপর আস্ত গাছ ভেঙে পড়ল, আহত ৫
আইসিসির প্রধান নির্বাহী কমিটির সুপারিশ অনুসরণ করে এই নিয়োগগুলি করা হয়েছে, যার মধ্যে বিসিসিআই সচিব এবং আইসিসি চেয়ারম্যান জয় শাহ অন্তর্ভুক্ত।
আরো পড়ুন : Supreme Court : মমতার মন্ত্রিসভার অতিরিক্ত পদ সৃষ্টির বিষয়ে সিবিআই তদন্ত নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরো পড়ুন : Uttar Pradesh : যোগী রাজ্য উত্তরপ্রদেশে এক ছাত্রীকে ২৩ জন মিলে গণধর্ষণ, আটক ৬