Siliguri : বড় সাফল্য পেল পুলিশ, কোট টাকার ব্রাউন সুগার উদ্ধার, গ্রেপ্তার ১ ,আজ আদালতে পেশ করবে ধৃতকে
Siliguri
লক্ষী শর্মা : নিসিদ্ধ মাদক পাচার রুখতে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে শিলিগুড়ি পুলিশ। এর জেরেই বড়সর সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।

এসজিও গ্রুপ অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার থানার পুলিশের যৌথ অভিযানে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় প্রায় ২ কেজি ব্রাউন সুগার।
মালদাহ থেকে গাড়ি করে শিলিগুড়িতে ওই ব্রাউন সুগার পাচারের উদ্দেশ্য নিয়েই আসছিল সে। বিশেষ সূত্রে খবর পেয়ে বিপুল পরিমান নিসিদ্ধ মাদক সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আজ বুধবার ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেপাজতে চেয়ে জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে বলে জানানো হয়।
আরো পড়ুন : Mumbai : যৌতুকের জন্য স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী,খুনের ভয়াবহ বর্ণনা ৬ বছর বয়সী শিশুর
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম রাফিকুল শেখ। মালদহের বাসিন্দা। মঙ্গলবার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন এলকায় অভিযান চালায় এসজিও গ্রুপ অর্থাৎ স্পেশাল অপারেশন গ্রুপ ও ভক্তিনগর থানার থানার পুলিশ।
পুলিশের তরফে জানানো হয়েছে, সেখানে একটি চারচাকা গাড়িকে আটক করে তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় ১ কেজি ৯২৬ গ্রাম ব্রাউন সুগার। জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য কোটি টাকার কাছাকাছি।

আরো পড়ুন : Instant Loan : GPay-তে এক নিমিষে ১০ হাজার থেকে ৮ লক্ষ পর্যন্ত তাৎক্ষণিক লোন পান সহজেই, কী ভাবে জেনে নিন